আনলিমিটেড নিউজ :: রাষ্ট্রের তিনটি স্তম্ভের মধ্যে ভারসম্য বজায় রাখা অতীব জরুরি বলে জানিয়েছে জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, রাষ্ট্রের তিনটি স্তম্ভ- আইন সভা, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগ সংবিধান অনুসারে সমন্বিত কার্যক্রম পরিচালনা করে রাষ্ট্রকে সুসংহত রাখে জনগণের কল্যাণ সাধনের জন্য। সে কারণে জনগণকে নিরাপদ সেবা প্রদানের লক্ষ্যে উন্নয়ন ও পরিবেশের মধ্যে ভারসাম্য বজায় রাখা অতীব জরুরি। তবেই হবে টেকসই উন্নয়ন।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি ) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। লে. কর্ণেল (অব) রবিউল আলমের সঞ্চালনায় সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ এনভারনেমন্টাল ল’ইয়ারস অ্যাসোসিয়েশনের (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিইউপির ভাইস চ্যান্সেলর মে. জে. মো. সালাহউদ্দীন মিয়াজী।
স্পিকার বলেন, জনগণের জন্যই রাষ্ট্র। রাষ্ট্রের সংবিধান, আইন, রীতিনীতি সব কিছুই জনগণের মঙ্গলের জন্য। বাংলাদেশের সংবিধানে জনগণের মৌলিক অধিকার-অন্ন, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা ও বাসস্থান এসব অধিকার সুরক্ষার বিষয়ে সুস্পষ্ট উল্লেখ রয়েছে। এসব অধিকার জনগণের বেঁচে থাকার জন্য। বেঁচে থাকার অধিকারের মাঝে নিহিত আছে পানির অধিকার। রাষ্ট্র অবশ্যই জনগণের জন্য নিরাপদ পানি নিশ্চিতকল্পে বিদ্যমান আইন অনুসরণ করবে এবং প্রয়োজনে নতুন নীতি ও আইন প্রণয়ন করে জনগণের পানির অধিকার সুরক্ষিত করবে।
তিনি বলেন, পানি মানুষের বেঁচে থাকার জন্য অপরিহার্য উপাদান। সুপেয় পানি জনগণের মাঝে সরবরাহ করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। একই সঙ্গে পানি দূষণরোধ করে গুণসম্মত পানি নিশ্চিত করার ক্ষেত্রে সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য। এক্ষেত্রে বিদ্যমান আইন সঠিকভাবে অনুসরণ হচ্ছে কিনা এবং উন্নয়নের ক্ষেত্রে পরিবেশ ভারসাম্য হারাচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করতে হবে।
Leave a Reply