আনলিমিটেড নিউজ যশোর :: যশোরে যাত্রীবাহী বাস গাছের সঙ্গে ধাক্কা খেয়ে অন্তত ৫ জন নিহত ও অর্ধশত যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের সাতমাইল বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরো বাড়তে পাওে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার খুলনা থেকে ছেড়ে আসা রূপসা পরিবহনের একটি যাত্রীবাহী বাস (যশোর-ব-১১-০০৮৪) কুষ্টিয়া যাওয়ার পথে যশোর-ঝিনাইদহ মহাসড়কের সাতমাইল বাজারের কাছে দুর্ঘটনার কবলে পড়ে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডানপাশে কড়াই গাছে ধাক্কা খায়। এতে অন্তত ৫ জন নিহত ও বাসের সব যাত্রীই আহত হয়েছেন। গাড়িটি দুমড়ে মুচড়ে গেছে। হতাহতদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করছে।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি একেএম আজমল হুদা জানান, দুর্ঘটনার পর পুলিশ, ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে যশোর হাসপাতালে প্রেরণ করছে। দুর্ঘটনায় অন্তত ৫ জন প্রাণ হারিয়েছেন। এ সংখ্যা আরো বাড়তে পারে।
Leave a Reply