আনলিমিটেড নিউজ ডেস্ক :: বেশ কিছুদিন ধরেই গুজব ছিল আগুয়েরো ম্যানচেস্টা ইউনাইটেডে যাচ্ছেন। এনিয়ে বেশ বিতর্কেরও জন্ম হয়েছে। পেপ গার্দিওলার গুডবুকে ইতোমধ্যেই আর্সেনাল তারকা এ্যালেক্সিস সানচেজ ঢুকে পড়ায় এই গুজবটা আরো জোড়ালো হয়। তবে ম্যানইউয়ে যাবার কোনো আগ্রহ নেই স্পষ্টভাবেই জানিয়ে দিলেন ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো। মৌসুমের শেষে গার্দিওলার সঙ্গে এ বিষয়ে আলোচনা করবেন আগুয়েরো।
গণমাধ্যমের রিপোর্টের সূত্রে জানা যায় ইউনাইটেড বেশ কিছুদিন ধরেই আগুয়েরোকে দলে ভেড়ানোর জন্য বড় অর্থের প্রস্তাব করে আসছিল। বোনাস বাদে বার্ষিক প্রায় ১২ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে তারা আর্জেন্টাইন স্ট্রাইকারকে দলে চায়, এমন দাবিও জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম।
আগুয়েরোর এক ঘনিষ্ঠ সূত্র এই গুজবকে হাস্যকর বলেছেন। তিনি দাবি জানিয়েছেন এই ধরনের কোনো যোগাযোগই ইউনাইটেডের সঙ্গে হয়নি। একইসঙ্গে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ২৮ বছর বয়সী আগুয়েরো ওল্ড ট্র্যাফোর্ডে যাবার কোনো সুযোগই নেই। এমনকি ইউনাইটেড বস হোসে মরিনহো স্বয়ং যদি ভবিষ্যতে এই বিষয়ে কোনো আগ্রহ দেখায় তাহলেও তা সম্ভব নয়।
এপ্রিলের শেষে মিডলসব্রোর বিপক্ষে একইসঙ্গে জেসাস ও আগুয়েরোকে মূল একাদশে জায়গা দেবার জন্য ফর্মেশনে পরিবর্তন আনেন গার্দিওলা। যদিও বিরতির পরে সেই কৌশল আর রাখেননি বা ম্যাচে আর চেষ্টাও করেননি। ওই ম্যাচের শেষের দিকে আগুয়েরো ইনজুরিতে পড়লে শনিবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে খেলতে পারেননি।
Leave a Reply