আনলিমিটেড নিউজ :: ভোগে নয়, ত্যাগেই যে প্রকৃত মনুষ্যত্ব বিরাজমান তার প্রমান ড. ওয়াজেদ মিয়া মন্তব্য করে যুবলীগের চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী বলেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই পরমানু বিজ্ঞানী তার জীবদ্দশায় আন্তরিকতা, প্রতিভা ও মানবিক গুণাবলি দিয়ে চার পাশের মানুষকে যেমন মুগ্ধ করেছেন, তেমনি ভালোবাসা ও দেশপ্রেম দিয়ে নিস্বার্থভাবে জাতির জন্য কাজ করে গেছেন।
মঙ্গলবার বিকালে বঙ্গবন্ধুস্থ যুবলীগ কার্যালয়ে বিশিষ্ট পরমানু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী এসব কথা বলেন।
ড. ওয়াজেদ মিয়ার স্মৃতি চারনে যুবলীগ চেয়ারম্যান বলেন, তিনি ছিলেন নির্লোভ, নির্ভতচারী, নীতিবান, নিরহংকার, নির্ভীক, স্পষ্টবাদী, দৃঢ়চেতা, দেশপ্রেমিক, আদর্শবান, সৎ, সহজ-সরল, বিনয়ী, চরিত্রবান, যুক্তিবাদী ও ব্যক্তিত্বসম্পন্ন একজন আদর্শ মানুষ। এত গুণে গুণান্বিত মানুষ কয়জন আছেন এই ভুবনে। বিজ্ঞান সাধনায় নিবেদিত থাকলেও সামাজিক কর্মকান্ড থেকে সরে যাননি। মেধাবী সন্তানরা দেশের সম্পদ। একটি দেশ এগিয়ে যাওয়ার মুল শক্তিই হচ্ছেন এই মেধাবীরা। ড. এম.এ ওয়াজেদ মিয়া এ দেশের এমনই একজন মেধাবী বিজ্ঞানী।
তিনি বলেন, অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী ড. ওয়াজেদ মিয়া ইচ্ছে করলে রাষ্ট্রীয় অনেক জায়গায় বসতে পারতেন। কিন্তু তিনি তা পছন্দ করতেন না।
স্বরণ সভায় আরো বক্তব্য রাখেন- যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, মজিবুর রহমান চৌধুরী, মোঃ ফারুক হোসেন, মাহবুবুর রহমান হিরণ, আব্দুস সাত্তার মাসুদ, মোঃ আতাউর রহমান, অধ্যাপক এ.বি.এম আমজাদ হোসেন, আনোয়ারুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মঞ্জুরুল আলম শাহীন, নাসরিন জাহান শেফালী, সাংগঠনিক সম্পাদক মুহাঃ বদিউল আলম, আসাদুল হক আসাদ, ফারুক হোসেন তুহিন, সম্পাদক মন্ডলীর সদস্য কাজী আনিসুর রহমান, মিজানুল ইসলাম মিজু, সুভাষ চন্দ্র হাওলাদার, মাওঃ খলিলুর রহমান, মোহাম্মদ ইসলাম, ঢাকা মহানগর উত্তর সভাপতি মাইনুল হোসেন খান নিখিল, সহ-সভাপতি জাফর আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সহ-সভাপতি সোহরাব হোসেন স্বপন প্রমুখ।
Leave a Reply