আনলিমিটেড নিউজ :: এনএএম আইবিএল ইসলামিক ইউনিট ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার কমিশনের ৬০৪তম নিয়মিত সভায় এ অনুমোদন দেয়া হয়।
আনলিমিটেড নিউজ :: এনএএম আইবিএল ইসলামিক ইউনিট ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার কমিশনের ৬০৪তম নিয়মিত সভায় এ অনুমোদন দেয়া হয়।
বিএসইসি জানিয়েছে, ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ১৫ কোটি টাকা। এরমধ্যে উদ্যোক্তা ইসলামী ব্যাংকের জন্য ১০ কোটি টাকা এবং বাকি ৫ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। সাধারণ বিনিয়োগকারীদের জন্য প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য হবে ১০ টাকা।
ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে কাজ করছে ন্যাশনাল অ্যাসেট ম্যানেজম্যান্ট। এ ছাড়া ট্রাস্টি এবং কাস্টডিয়ান হিসেবে কাজ করছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।
Leave a Reply