আনলিমিটেড নিউজ রাবি :: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়ে দায়িত্ব গ্রহণ করলেন ফলিত পদার্থবিজ্ঞান অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এম আব্দুস সোবহান।
রোববার (৭ মে) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে উপাচার্যের দফতরে এসে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এ সময় রেজিস্ট্রার অধ্যাপক এন্তাজুল হক এবং প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ খান উপস্থিত ছিলেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান বলেন, ‘আমাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ায় মাননীয় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত আছেন। কারো প্রতি আমার কোন বিদ্বেষ নেই। বিশ্ববিদ্যালয়ের কল্যাণে সকলের সাহায্য সহযোগিতা কামনা করছি।’
এর আগে রোববার বিকেলে অধ্যাপক এম আব্দুস সোবহানকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগদান সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।
অধ্যাপক এম আব্দুস সোবহান বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক। এর আগে তিনি ২০০৯ সাল থেকে ২০১৩ সালের ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি উপাচার্যের দায়িত্ব পালন করেন।
শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি বিশ্ববিদ্যালয় শাখা-১ এর সহকারী সচিব আব্দুস সাত্তার মিয়ার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ১৯৭৩ এর ১১ (২) ধারা অনুযায়ী এ বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আব্দুস সোবহানকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ প্রদান করতে সম্মতি জানিয়েছেন।
প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ ৪ বছর হবে। তবে মহামান্য রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজন মনে করলে এর পূর্বেই এ নিয়োগাদেশ বাতিল করতে পারবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। এ নিয়োগাদেশ তার যোগদানের তারিখ হতে কার্যকর হবে।
উল্লেখ্য, গত ১৯ মার্চ উপাচার্য অধ্যাপক মিজান উদ্দিন ও উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহানের মেয়াদ শেষ হয়। এরপর থেকে প্রায় দেড়মাস ওই পদ দু’টি শুন্য থাকে।
Leave a Reply