1. admin@admin.com : admin :
  2. harundesk@gmail.com : unlimitednews24 : Md Jibon
  3. unlimitednews24@gmail.com : Md Jibon : Md Jibon
  4. mdnayeem7726@gmail.com : Md Nayeem : Md Nayeem
রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মদিন আজ - Unlimited News 24।।আনলিমিটেড নিউজ
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪৫ পূর্বাহ্ন

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মদিন আজ

  • প্রকাশের সময় : সোমবার, ৮ মে, ২০১৭

আনলিমিটেড নিউজ ডেস্ক ::রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মদিন আজ (৮ মে, ২৫ বৈশাখ)। দেশের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও টিভি চ্যানেল এ উপলক্ষে সাজিয়েছে বিশেষ অনুষ্ঠানমালা। রাষ্ট্রীয় আয়োজনেও রবীন্দ্রজয়ন্তী উদযাপন করা হবে। সাংস্কৃতিক সংগঠন ও টিভি পর্দায় রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানের খবর নিয়েই সাজানো হলো এই প্রতিবেদন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে রবীন্দ্রজয়ন্তীর রাষ্ট্রীয় অনুষ্ঠান হবে বেলা আড়াইটায় নওগাঁর পতিসরের রবীন্দ্র কাচারি বাড়ির দেবেন্দ্র মঞ্চে। অতিথি থাকবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ঢাকার সেগুনবাগিচার শিল্পকলা একাডেমিতে সন্ধ্যা ৬টায় রয়েছে রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান।

ছায়ানট মিলনায়তনে রবীন্দ্র উৎসব শুরু হবে সন্ধ্যা ৭টায়। শিশু একাডেমি মিলনায়তনে বিকেল ৪টায় রয়েছে রবীন্দ্রজয়ন্তী উদযাপন ও শিশু একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান। অতিথি থাকবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

রবি ঠাকুরের ১৫৬তম জন্মজয়ন্তীতে চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ‘রবি-চ্যানেল আই রবীন্দ্রমেলা-১৭’। মেলায় এবার সম্মাননা পাচ্ছেন রবীন্দ্র সংগীতশিল্পী মিতা হক। এ ব্যক্তিত্বের হাতে সম্মাননাপত্র, ক্রেস্ট ও অর্থমূল্য তুলে দেবেন চ্যানেল আই পরিচালনা পর্ষদের সদস্যরা।

মেলা শুরু হবে বিকাল ৪টা ৩০ মিনিটে। উদ্বোধনী পর্বে অংশ নেবেন রবীন্দ্র বিশেষজ্ঞ, বরেণ্য শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাহিত্যিক, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকবৃন্দ, চ্যানেল আইয়ের পরিচালকবৃন্দ প্রমুখ।

মেলার খোলা প্রাঙ্গণে তৈরি অনুষ্ঠান মঞ্চ থেকে পরিবেশিত হবে নবীন-প্রবীণ শিল্পীদের পরিবেশনায় রবীন্দ্রসংগীত, রবীন্দ্র নৃত্যনাট্য, শিশুনৃত্য, রবীন্দ্র কবিতা থেকে আবৃত্তি, রবীন্দ্র রচনাবলি থেকে পাঠ, রবীন্দ্রবিষয়ক ছবি আঁকা ইত্যাদি।

মেলায় গান গাইবেন রেজওয়ানা চৌধুরী বন্যা, সাদী মহম্মদ, লিলি ইসলাম, শামা রহমান, অনিমা রায় প্রমুখ। মেলার স্টলগুলোতে থাকবে রবীন্দ্রনাথকে নিয়ে লিখিত গ্রন্থ, রবীন্দ্র চিত্রকলা, রবীন্দ্র সংগীতের অডিও ভিডিও গানের স্টল ও রেকর্ড কাভার প্রদশর্নী, রবীন্দ্র গল্পগ্রন্থ থেকে নির্মিত চলচ্চিত্রের স্টল ইত্যাদি। মেলা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।

এছাড়া চ্যানেল আইতে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নষ্টনীড়’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘চারুলতা’ দেখানো হবে বেলা ১টা ০৫ মিনিটে। রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে রবীন্দ্রনাথের গল্প অবলম্বনে নির্মিত বিশেষ নাটক ‘মানভঞ্জন’। রবীন্দ্র সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার একক গানের অনুষ্ঠান ‘রবির গানে ভিন শহরে’ রয়েছে রাত ১০টায়। মালয়েশিয়ার মনোরম দৃশ্যপটে চিত্রায়িত হয়েছে এ অনুষ্ঠানটি।

এটিএন বাংলায় প্রচার হবে সকাল ৭টা ৩০ মিনিটে ‘চায়ের চুমুকে’ অনুষ্ঠানের বিশেষ পর্ব। সকাল ৮টা ২৫ মিনিটে প্রচার হবে শিল্পী শামা রহমান ও ফাহিম হোসেন চৌধুরীর গাওয়া রবীন্দ্র সংগীত নিয়ে ‘আজ সকালের গান’-এর বিশেষ পর্ব। সকাল ৯টা ১০ মিনিটে ছোটদের নৃত্যানুষ্ঠান ‘ফুলে ফুলে’। সকাল ১০টা ৩৫ মিনিটে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘সে আমার মন কেড়েছে’।

বেলা ৩টা ১০ মিনিটে প্রচার হবে শিশুতোষ নাটক ‘দুই বিঘা জমি’। বেলা ৩টা ৪৫ মিনিটে বিশেষ নাটক ‘নিশিথে’। বিকাল ৫টা ২০ মিনিটে রয়েছে বিশেষ অনুষ্ঠান ‘রবিরশ্মি’। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে প্রচার হবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘রাঙিয়ে দিয়ে যাও’।

রাত ৮টায় শিল্পী ইভা রহমানের গাওয়া রবীন্দ্র সংগীতানুষ্ঠান নিয়ে অনুষ্ঠান ‘মনে কী দ্বিধা’। অনুষ্ঠানে রয়েছে মোট ৭টি গান। রাত ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে বিশেষ নাটক ‘মধ্যবর্তিনী। রাত ১১টায় রয়েছে শিল্পী শ্রেয়া গুহ ঠাকুরতার পরিবেশনায় বিশেষ রবীন্দ্র সংগীতানুষ্ঠান ‘কী সুর বাজে আমার প্রাণে’। অনুষ্ঠানে রয়েছে মোট ১০টি গান।

এনটিভিতে ভোর ৬টা ১৫ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘রবীন্দ্রনাথের প্রার্থনা’। দুপুর ১টা ০৫ মিনিটে বিশেষ নাটক ‘অপরিচিতা’। দুপুর ২টা ৩৫ মিনিটে এনটিভির স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘রুদ্র তোমার দারুণ দীপ্তি’। বিকাল ৫টা ৩০ মিনিটে রয়েছে বিশেষ অনুষ্ঠান ‘ভাবনায় রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের ভাবনা’। রাত ৯টা ০৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘সাধারণ মেয়ে’। রাত ১১টা ৩০ মিনিটে রয়েছে মিউজিক ভিডিওর বিশেষ অনুষ্ঠান ‘একটুকু ছোঁয়া লাগে’।

বাংলাভিশনের নিজস্ব প্রযোজনায় নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘ঘাটের কথা’। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত এই নাটকটি প্রচার হবে রাত ৯টা ০৫ মিনিটে।

মাছরাঙা টেলিভিশনে সকাল ৯টা ৩০ মিনিটে প্রচার হবে রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ অবলম্বনে অনুনাটক ‘নতুন পুতুল’। দুপুর ১টা ৩০ মিনিটে থাকছে কাদেরী কিবরিয়ার একক সংগীতানুষ্ঠান ‘দিনের শেষে ঘুমের দেশে’। রবীন্দ্রনাথের গল্প অবলম্বনে নাটক ‘মনিহারা’ প্রচার হবে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে। রাত ১১টায় রয়েছে এ প্রজন্মের শিল্পীদের পরিবেশনায় বিশেষ সংগীতানুষ্ঠান ‘রক উইথ রবীন্দ্রনাথ’। এতে অংশগ্রহণ করেছেন শারমিন রমা, অপু, আর্নিক, আরিফ ও নাউমি।

আরটিভিতে রাত ৮টা ১০ মিনিটে প্রচার হবে রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গল্প ‘তপস্বিনী’ অবলম্বনে একই নামে নির্মিত নাটক।

এসএ টেলিভিশন ও উত্তরা ক্লাব যৌথভাবে আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠান ‘কাব্যগীতে সন্ধ্যা রাতি’। আয়োজনটি এসএটিভিতে সরাসরি প্রচার হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।

Sharing is caring!

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Error Problem Solved and footer edited { Trust Soft BD }
এই বিভাগের আরো খবর পড়ুন

সর্বশেষ সংবাদ

© All rights reserved © 2017-2021 www.unlimitednews24.com
Web Design By Best Web BD