আনলিমিটেড নিউজ ডেস্ক :: আইপিএলের দশম আসরে যেমন ব্যর্থ বিরাট কোহলি, তেমনি ব্যর্থ তার দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও। অথচ আইপিএলে সবচেয়ে শক্তিশালী ব্যাটিং লাইনআপ তাদের। কে নেই সেই দলে, টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন ক্রিস গেইল, মারকুটে ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। রয়েছেন বর্তমান সময়ের সেরা পেস বোলার অলরাউন্ডার শেন ওয়ার্টসনও।
তারপরও ১৩ ম্যাচে দুটি জয় এবং এক ড্রয়ে মাত্র ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে বিরাট কোহলির দল। কোহলিদের হাতে আছে আর মাত্র একটি ম্যাচ। আগামী ১৪ মে দিল্লির খেলেই বিদায় নিতে হবে এবারের আসর থেকে।
কোহলি তারকা হলেও তো রক্ত মাংসের মানুষ। তাই ভক্তদের দুঃখও বুঝতে পারছেন। এ কারণে নিজের টুইটারে ভক্ত-সমর্থকদের উদ্দেশ্য করে লিখেছেন, ‘এই মৌসুমে নিঃশর্তভাবে ভালোবাসা আর সমর্থন জানানোর জন্য বেঙ্গালুরুর সকল সমর্থকদের ধন্যবাদ জানাই। ক্ষমা চাচ্ছি, আমরা আমাদের মানের সঙ্গে খেলতে পারিনি বলে।
Leave a Reply