আনলিমিটেড নিউজ :: আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। এরআগে নিরাপত্তা ব্যবস্থা ও অন্যান্য প্রস্তুতি দেখতে ঢাকায় আসবে ক্রিকেট অস্ট্রেলিয়ার একটি পর্যবেক্ষক দল। চলতি মাসের মাঝামাঝিতেই ঢাকা আসার কথা রয়েছে তাদের। শনিবার(৬ মে) গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) প্রধান নির্বাহী(সিইও) নিজামউদ্দিন চৌধুরী সুজন।
সাংবাদিকদের তিনি জানিয়েছেন, বিসিবির প্রস্তাবিত সূচি অনুযায়ী সব ভেন্যু, টিম হোটেল এবং স্টেডিয়ামে আসা-যাওয়ার পথ পর্যবেক্ষণ করবে অস্ট্রেলিয়ার ওই দলটি।
এ বিষয়ে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারতের মতো দল যখন কোনো দেশ সফর করে তার আগে প্রি-ট্যুর পরিদর্শন হয়। তারই ধারাবাহিকতায় ক্রিকেট অস্ট্রেলিয়ার একটি দল এ মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সফর করবে। নিরাপত্তাসংক্রান্ত বিষয় ও সুযোগ-সুবিধা দেখবে।’
ওই দলের নেতৃত্বে থাকবেন ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রতিনিধি দলের প্রধান শন ক্যারল বলেও জানিয়েছেন সুজন। মূলত তাদের সবুজ সংকেতের পরই চুড়ান্ত হবে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর।
এরআগে ক্রিকেট অস্ট্রেলিয়াকে একটি সূচি প্রস্তাব করেছে বিসিবি। সেখানে প্রস্তাবিত সফরসূচি অনুযায়ী আগামী ১৮ আগস্ট বাংলাদেশ সফরের কথা বলা হয়েছে অস্ট্রেলিয়াকে।
এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের ভেন্যু হিসেবে রাখা হয়েছে সংস্কারাধীন মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামকে। যেটি অস্ট্রেলিয়া আসার আগেই পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে বলে জানিয়েছেন বিসিবি সিইও। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘মাঠের আউটফিল্ড প্রস্তুতির কাজ চলছে। উইকেট প্রস্তুত আছে। ঘাস লাগানোর পর ১০ সপ্তাহ সময় দেয়া যায়। ৪০ শতাংশ হয়ে গেছে আগামী ৫/৭ দিনের মধ্যে পুরো ঘাস লাগিয়ে ফেলা হবে।’
Leave a Reply