আনলিমিটেড নিউজ :: শুনতে অবিশ্বাস্য মনে হলেও ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের পশ্চিম শিঙ্গিপুর গ্রামের বানিয়াপাড়ার বাসিন্দা মৃত মজিবর রহমান এর ছেলে হামিদুর রহমান (৪০)। পারিবারিক সূত্রে জানা যায়,গত ৪৮ দিন আগে তিনি ঢাকায় গাবতলী মাজার রোডে সড়ক দুর্ঘটনায় নিহত হন। তিনি ঢাকায় ট্রাক হেলপার এর কাজ করতেন। তার লাশ ঢাকা থেকে ঠাকুরগাঁও এর নিজ বাড়িতে এনে দাফন কার্য সম্পন্ন করা হয়।
মোলানী আরাজী ঝাড়গাঁওয়ের শরীফুল মিয়া জানান, গত ২রা’মে আমার ভাস্তি ও ভাস্তি জামাই পুকুরের সাথেই অবস্থিত গোরস্থানের রাস্তা দিয়ে তাদের বাড়ি যাচ্ছিল। হঠাৎ করেই উক্ত গোরস্থানের একটি কবর থেকে বিকট শনশন আওয়াজ বেরিয়ে আসে। তখনি আমার জামাই ও ভাস্তি চিৎকার করে দৌড়ে গিয়ে পাশের বৃষ্টি হেচাড়ীর পাশে দাঁড়ায়। কিছুক্ষণ পরে আশেপাশের লোকজনকে নিয়ে কবরের সামনে আসে।
এসেই দেখে, যে লোকটি কবরের সামনে দাঁড়িয়ে ছিল সে আর নেই, আর কবরটির মাটি সহ অর্ধেক বাঁশ উপরে উঠিয়ে ফেলেছে এবং সেই কবরের ভিতরেই একটি জুতো পড়ে আছে। পরে হামিদুর রহমানের আত্নীয়-স্বজন এসে ভাঙ্গা কবরটিকে পুনরায় মাটি দিয়ে সংস্কার করে।
পরদিন ৩রা মে বুধবার সকাল থেকেই কবরের উপরে বানর। বানরটি আসলো কোথা থেকে এই নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই অলৌকিক ঘটনাটি আশেপাশের মানুষকে অবাক করে তুলেছে। কেউবা বলছে যে, বিষয়টি অন্যরকম মনে হচ্ছে। কেউ বলছে যেই কবিরাজ লাশ চুরি করতে এসেছিল সেই বানর হয়ে গেছে তা না হলে কেন, কিভাবে এই বানরটি এখানে আসলো। এতদিন তো কোন বানর এই জায়গায় দেখা যায় নি। এই বিষয়টি জানাজানি হওয়ার পর বানরটিকে দেখতে আসছেন বিভিন্ন গ্রামের অসংখ্য মানুষ। তবে সমাজের শিক্ষিত সচেতন কিছু মানুষ এটিকে বিশ্বাস করতে পারছেন না তবে প্রকৃত ঘটনা কি সে বিষয়েও কিছু পরিস্কার বলতে পারছেন না।
মৃত হামিদুর রহমানের বোন মোছাঃ শারমিন আক্তার বলেন, আমি ও আমাদের পরিবারের সবাই আতঙ্কিত। তাই আমরা দিনরাত কবরটি পাহাড়া দিচ্ছি। প্রশাসন যদি বিষয়টি দেখতেন তাহলে ভালো হতো।
এই বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার ৯নং রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি আমি শুনেছি। এই বিষয় নিয়ে এলাকার নানান মানুষ নানান কথা বলছেন। এখন পর্যন্ত মৃত ব্যক্তির কেউ আমার কাছে বিষয়টি নিয়ে অভিযোগ করেনি।
Leave a Reply