আনলিমিটেড নিউজ ডেস্ক :: বার্সেলোনায় লিওনেল মেসির চুক্তি নবায়ন নিয়ে নাটকীয়তা চলছেই। চলতি মৌসুম শেষে বার্সেলোনার সঙ্গে মেসির করা সর্বশেষ চুক্তির মেয়াদ শেষ হবে। তার নতুন চুক্তি নিয়ে নানা খবর এসেছে মিডিয়ায়।
গত বছর থেকে বেশ কয়েকবার মেসির সঙ্গে চুক্তি নবায়নের চেষ্টা করেছে বার্সেলোনা। কিন্তু মেসি রাজি হননি বলে স্পেনের মিডিয়ার খবরে জানা যায়। মেসি নাকি তাদের কাছে আরো বেশি বেতন-বোনাস চাইছেন। সর্বশেষ খবর ছিল যে, মে মাসে বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন করবেন লেওলেন মেসি।
২০২২ সাল পর্যন্ত তারা মেসির সঙ্গে চুক্তি নবায়ন করবে। মে মাস এখন চলছে। স্পেনের পত্রিকা ‘এএস’ খবর দিয়েছে যে, সম্প্রতি মেসির কাছে চুক্তি নবায়নের প্রস্তাব দিয়েছে বার্সেলোনা। তারা তাকে নাকি ২৯ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছেন। কিন্তু মেসি এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। আর্জেন্টাইন এ স্ট্রাইকার আরো বেশি অর্থ চান। লিওলেন মেসি ক্যারিয়ারের পুরোটাই কাটিয়ে দিচ্ছেন বার্সেলোনায়। ক্লাবটির হয়ে ৫৭৯ ম্যাচে তিনি করেছেন ৫০২ গোল।
সর্বশেষ উত্তেজনাকর এল ক্লাসিকোয় মেসির জোড়া গোলে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারায় বার্সেলোনা।
Leave a Reply