শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রী সৈকতে নামেন। সেখানে কিছুক্ষণ খালি পায়ে হাঁটেন তিনি, নামেন পানিতেও। সঙ্গে ছিলেন কয়েকজন সেনাসদস্য ও সফর সঙ্গীরা। সমুদ্রও যেন তার আগমনকে স্বাগত জানাতে অপেক্ষায় ছিল। ঢেউ এসে পারে পড়ার সঙ্গে সঙ্গে সবার দৃষ্টিতে আনন্দ তখন অনেক বেশি। বিশ্বকে দেখালে নিজ ধেশকে কতটুকু ভালবাসেন তিনি। বাংলার সৌন্দর্য্য কারো সাথে তুলনা করার মত নয় এটা তিনি আবার বুঝালেন।
এর আগে, শনিবার বেলা ১১টার দিকে কক্সবাজার-টেকনাফ ৮০ কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
সকাল ১০টায় বাংলাদেশ বিমানের বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজ মেঘদূত এ চেপে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী।
Leave a Reply