আনলিমিটেড নিউজ :: রাজধানীর শ্যামপুরে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছে একজন।
শনিবার ভোর সাড়ে ৪টার দিকে শ্যামপুর থানার সরকার পেট্রলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন-শমসের আলী (৪৫) ও আবদুস সালাম (৪০)। আহত ব্যক্তির নাম শাহ আলম (৩৫)।
শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) শিমুল জানান, ঘটনাস্থলে সড়কের পাশে একটি ট্রাক মেরামতের কাজ করছিল পরিবহন শ্রমিকরা। এসময় দ্রুতগামীর অপর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকচালক মো. সমশের আলী ঘটনাস্থলেই মারা যায়। আহত হেলপার আবদুল সালাম ও শাহ আলমকে ঢামেকে ভর্তি করানোর পর সেখানে সালামের মৃত্যু হয়। হেলপার শাহ আলম চিকিৎসাধীন আছেন।
Leave a Reply