আনলিমিটেড নিউজ :: বেড়েই চলছে সবজির দাম। এর সঙ্গে চলতি সপ্তাহে চালের দামও কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে ক্রেতাদের জন্য স্বস্তির খবর হচ্ছে মাছ-মাংসের দাম অপরিবর্তিত রয়েছে।
গতকাল শুক্রবার রাজধানীর কাঁচাবাজার দ্রব্যমূলের এ চিত্র দেখা গেছে।
গত সপ্তাহে যেসব সবজির মূল্য বেড়ে গিয়েছিল সেগুলোর দাম এখনও অপরিবর্তিত রয়েছে।এর সঙ্গে নতুন করে বেশ কয়েকটি সবজির দামও গিয়েছে বেড়ে। প্রতি কেজি পেঁপের দাম গত সপ্তাহে ছিল ৪০ টাকা কিন্তু চলতি সপ্তাহে বিক্রি হচ্ছে ৫০ টাকায়।এছাড়া ঢেড়শ দাম ৩০ থেকে বেড়ে ৪০ টাকায়, বরবটি ৫০ টাকা থেকে বেড়ে ৬০ টাকা ও শসা ৩০ টাকা থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে যেখানে একটি জালি লাউ বিক্রি হতো ৩৫ টাকায় তা এখন বেড়ে হয়েছে ৪৫ টাকা।গত সপ্তাহের মতো এ সপ্তাহেও ঊর্ধ্বমূল্যে বিক্রি হচ্ছে টমেটো, পটল ও বেগুন।
চালের দামেও এই সপ্তাহে কিছুটা ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে।গত সপ্তাহে যেখানে এক কেজি মিনিকেট ও নাজিরশাইল চাল বিক্রি হয়েছে ৫২ টাকায় তা এ সপ্তাহে বেড়ে দাঁড়িয়েছে ৫৬ টাকায়।এছাড়া বিআর ২৮ চাল ৪২ টাকা থেকে বেড়ে ৪৮ টাকা এবং স্বর্ণা (মোটা চাল) ৪০ টাকা থেকে বেড়ে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। চিনির দামেও ঊর্ধ্বগতি চলমান রয়েছে।
সবজি ও চালের বাজারে ঊর্ধ্বগতি থাকলেও মাছ-মাংসের দাম অপরিবর্তিত রয়েছে।গরুর মাংস ৪৮০ থেকে ৫০০ টাকা এবং ব্রয়লার মুরগী ১৬০ টাকা থেকে কমে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। ডিমের হালি ২৬ থেকে ৩৬ টাকায় বিক্রি হচ্ছে। অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য অপরিবর্তিত রয়েছে।
Leave a Reply