আনলিমিটেড নিউজ :: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে গাজীপুরের জেলা দায়রাজজ প্রথম আদালতে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর। জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে রাজধানীর বিজয় নগর থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয় এবং নাটিংগেল মোড় যেয়ে হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত এক সমাবেশে যুবদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীর হেসেন বলেন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সকল ষড়যন্ত্রমুলক মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহার করতে হবে। এই অবৈধ সরকার উদ্দেশ্য প্রণোদিতভাবে তারেক রহমানকে সাজা দেয়ার পায়তারা করছে। তার জনপ্রিয়তাকে ভয় পায় এই সরকার, তাই তার বিরুদ্ধে এত মিথ্যা মামলা এত ষড়যন্ত্র। তারেক রহমান এমন একজন জনপ্রিয় নেতা যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়াতে জাতীয়সংসদের নির্বাচন করলে শেখ হাসিনাকে হারিয়ে বিজয়ী হবেন। জাতীয়তাবাদী যুবদল একটি দুর্বার যুব আন্দোলন গড়ে তুলে ফ্যাসিবাদী সরকারের সকল ষড়যন্ত্র প্রতিহত করবে বলেও জানান এই যুবনেতা।
দেশনায়ক তারেক রহমানের নামে গ্রেফতারী পরোয়ানার প্রতিবাদে যুবদল মহানগর উত্তর আয়োজিত এই বিক্ষোভ মিছিলে আরো উপস্হিত ছিলেন যুবদল মহানগর উত্তরের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, সিনিয়র সহসভাপতি মোস্তফা কামাল রিয়াদ, যুগ্ম সম্পাদক শরিফ উদ্দিন জুয়েল, সাংগঠনিক সম্পাদক মোস্তফা জগলুল পাশা পাপেলসহ যুবদলের অসংখ্য নেতাকর্মী।
Leave a Reply