আনলিমিটেড নিউজ :: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ফল ঘোষণা করা হয়েছে। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক পদে জায়েদ খান। ফল জানার পর জয়ী তারকারা আনন্দ মিছিল বের করেন এফডিসিতে।
মিছিলে যোগ দিয়েছেন জয়ী শিল্পীদের সমর্থনে থাকা অনেক নির্মাতা ও ভোটাররাও। এ সময় জয়ী প্রার্থীদের অনেকেই ফুলের তোড়া দিয়ে উষ্ণ শুভেচ্ছা জানান।
২০১৭-১৮ মেয়াদের এই নির্বাচনে মিশা সওদাগর-জায়েদ খান, ওমর সানি-অমিত হাসান, ড্যানি সিডাক-ইলিয়াস কোবরা এই তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। এর মধ্যে মিশা-জায়েদ প্যানেল থেকে সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচিত ছাড়াও এই প্যানেলের অধিকাংশ প্রার্থী জয়লাভ করেন।
এই নির্বাচনে মোট প্রার্থী ছিলেন ৫৭ জন। আর ৬২৪ জন ভোটারের মধ্যে ৫৫৮ জন ভোট প্রদান করেন, যারা প্রত্যেকেই চলচ্চিত্রের নিবন্ধিত শিল্পী। এর মধ্যে ৪৭ টি ভোট বাতিল হয়, এবং ৫১১ টি ভোগ গণনা করা হয়।
Leave a Reply