আনলিমিটেড নিউজ ডেস্ক :: আফগানিস্তানের সীমান্ত রক্ষীদের গুলিতে পাকিস্তানের অন্তত ৯ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছে।পাকিস্তানের বেলুচিস্তানের চামান সীমান্তে একটি আদম শুমারির দলের পর গুলি চালানো হয়েছে। নিহতদের মধ্যে পাঁচ শিশু এবং চার নারী রয়েছে।
আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা সংকটাপন্ন এবং তাদেরকে কোয়েটায় পাঠানো হয়েছে।আফগান বাহিনী বিনা উস্কানিতে গুলিবর্ষণ করেছে বলে পাকিস্তান দাবি করেছ। পাকিস্তান এ হামলার উপযুক্ত জবাব দিয়েছে।
দুপুরের মধ্যেই গোলা বিনিময় বন্ধ হয়ে গেছে। চামান সীমান্তে উভয় দেশের নিরাপত্তা কর্মকর্তারা ফ্ল্যাগ বৈঠকে বসার প্রস্তুতি নিচ্ছে। এ ছাড়া, উভয় দেশের সামরিক কর্মকর্তারা হট লাইন সংযোগ স্থাপন করেছেন।
Leave a Reply