আনলিমিটেড নিউজ, ময়মনসিংহ :: ময়মনসিংহ অঞ্চলের মানুষ বলছেন, পানিতে ভেসে বেড়ানো কানপোনা বা পাঁচচোখা নামে ছোট আকারের এই মাছের জীবন হারিয়ে যাচ্ছে খুব দ্রুত। শতকরা ৫ ভাগও দেখা যাচ্ছে না এই মাছ।
ময়মনসিংহে এই কানপোনারা ভোজনরসিকদের রসনা তৃপ্তির জন্যে বিখ্যাত ছিল। ময়মনসিংহ অঞ্চলের মানুষের কাছে এই অলিখিত মাছের মন্ত্রী নিয়ে স্বাদ ও আহ্লাদ দুটোই তারে বাঁধা ছিল। উঁচু তলার বাসিন্দা থেকে দিনমজুর সর্বত্রই ছিল কানপোনার কদর। এ মাছের রকমারি পদ থাকত রান্নাঘরে।
সেই নয়নাভিরাম মাছের অস্তিত্ব এখন সঙ্কটে। ময়মনসিংহে আর সেভাবে মিলছে না পর্যাপ্ত কানপোনা।
মাছ ও পানি বিশেষজ্ঞরা বলছেন, কীটনাশক প্রয়োগ, পানি দূষণ এবং কৃত্রিম উপায়ে মাছ চাষের প্রভাবের কারণেই এই মাছ বিলুপ্তির প্রধান কারণ। পানিতে ভেসে বেড়ানো এই মাছের মত অনেক মাছের জীবন এখন অন্ধকারে।
ময়মনসিংহে মাছ ভোজনরসিকরা বলছেন, একসময় খাবার সময় প্রতি লোকমায় আমরা মাছের মাথা চাইতাম। রসনার সেই চাহিদা মেটাত কানপোনা।
জমিতে রাসায়নিক সার এবং কীটনাশকের ব্যবহার উত্তরোত্তর বাড়তে থাকায় কানপোনা মাছের সঙ্কট বেড়েছে। সরকারের দিক থেকে এ মাছ সংরক্ষিত হবে এমনটাই দাবি ময়মনসিংহবাসীর।
Leave a Reply