আনলিমিটেড নিউজ :: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে সরগরম এফডিসি প্রাঙ্গণ। আজ শুক্রবার সকাল ৯টায় শুরু হয়েছে ভোটগ্রহণ। এখন পর্যন্ত ভোট দিয়েছেন রুবেল, রোজিনা, রিয়াজ, আবুল হায়াত, অঞ্জনাসহ বেশ কয়েকজন ভোটার। চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৭-১৮ মেয়াদের এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশ নিচ্ছে তিনটি প্যানেল। মোট ভোটার ৬২৩ জন।
নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২১টি পদে একজন স্বতন্ত্রসহ তিনটি প্যানেল থেকে মোট ৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে তিনটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন মিশা সওদাগর-জায়েদ খান, ওমর সানী-অমিত হাসান ও ড্যানি সিডাক-ইলিয়াস কোবরা।
সভাপতি পদের জন্য লড়ছেন তিন প্যানেল থেকে মিশা সওদাগর, ওমর সানি ও ড্যানি সিডাক। ২টি সহ-সভাপতি পদে বিপরীতে লড়ছেন পাঁচ জন প্রার্থী। এরা হলেন- নূতন, নাদির খান, রিয়াজ, সাংকোপাঞ্জা ও অমৃতা খান।
সাধারণ সম্পাদক ১টি পদের জন্য লড়ছেন অমিত হাসান, ইলিয়াস কোবরা ও জায়েদ খান। সাংগঠনিক সম্পাদক ১টি পদের জন্য লড়ছেন- একা, রিনা খান ও সুব্রত। সহ-সাধারণ সম্পাদক হিসেবে ১টি পদের বিপরীতে তিন জন লড়ছেন।
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদের বিপরীতে আছেন তিন জন প্রার্থী। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক হিসেবে ১টি পদের বিপরীতে চার জন রয়েছেন। কোষাধ্যক্ষ পদের বিপরীতে তিন জন প্রতিদ্বিন্দ্বিতা করছেন। কার্যকরি পরিষদ সদস্য হিসেবে ১১টি পদের বিপরীতে ২৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রার্থী হিসেবে তারকা শিল্পীদের মধ্যে রয়েছেন রোজিনা, অঞ্জনা, নূতন, সুব্রত, অরুণা বিশ্বাস, মিশা সওদাগর, ওমর সানী, শহীদুজ্জামান সেলিম, বাপ্পারাজ, অমিত হাসান, মৌসুমী, রিয়াজ, ফেরদৌস, জায়েদ খান, পূর্ণিমা, পপি, ইমন, নিরব, সাইমন।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন মনতাজুর রহমান আকবর, নির্বাচন কমিশনার নাজমুল হুদা মিন্টু, পীরজাদা শহিদুল হারুন এবং আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে রয়েছেন নাসিরউদ্দিন দিলু, সদস্য খোরশেদ আলম খসরু এবং শামসুল আলম।
ভোট চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। মধ্যরাতের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।
প্রধান নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবর বলেন, ‘নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। আশা করি সারাদিন এই ধারা বজায় থাকবে।
Leave a Reply