আনলিমিটেড নিউজ :: মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে। এবছর মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার ৮০ দশমিক ৩৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৭৬১ জন।
এবার মাদ্রাসা ও কারিগরী বোর্ডে পাসের হার যথাক্রমে ৭৬ দশমিক ২০ শতাংশ ও ৭৮ দশমিক ৬৯ শতাংশ। শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে বৃহস্পতিবার সকাল ১০টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে তার কাছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের অনুলিপি হস্তান্তর করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে পরিবর্তন আনায় এবার পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী জানান, আটটি সাধারণ শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৮১ দশমিক ২১ শতাংশ, মাদ্রাসা বোর্ডে পাসের হার ৭৬ দশমিক ২০ শতাংশ ও কারিগরি বোর্ডে ৭৮ দশমিক ৬৯ শতাংশ। গত বছর আট বোর্ডে পাসের হার ছিল ৮৮ দশমিক ৭০, মাদ্রাসা বোর্ডে পাসের হার ৮৮ দশমিক ২২ ও কারিগরি বোর্ডে ৮৩ দশমিক ১১ শতাংশ।
শিক্ষামন্ত্রী জানান, দেশের ৮টি সাধারণ শিক্ষাবোর্ডে এসএসসিতে এবার ১৪ লাখ ২২ হাজার ৩৭৯ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। পাস করেছে ১১ লাখ ৫৫ হাজার ৬৮ জন। মাদ্রাসা বোর্ডে ২ লাখ ৫৩ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে এক লাখ ৯৩ হাজার ৫১ জন। কারিগরি বোর্ডে এক লাখ ৬ হাজার ২৩৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৮৩ হাজার ৬০৩ জন।
আটটি সাধারণ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৯৭ হাজার ৯৬৪ জন। মাদ্রাসা বোর্ডে ২ হাজার ৬১০ ও কারিগরি বোর্ডে ৪ হাজার ১৮৭ জন জিপিএ-৫ পেয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী।
আট বোর্ডের মধ্যে পাসের হার বরিশালে ৭৭ দশমিক ২৪, সিলেটে ৮০ দশমিক ২৬, দিনাজপুরে ৮৩ দশমিক ৯৮, যশোরে ৮০ দশমিক ০৪, চট্টগ্রামে ৮৩ দশমিক ৯৯ ও কুমিল্লায় ৫৯ দশমিক ০৩ শতাংশ।
এবার ছাত্রদের তুলনায় ছাত্রীরা শূন্য দশমিক ৮৫ শতাংশ বেশি পাস করেছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, পাসের হার ছাত্রদের ৭৯ দশমিক ৯৩ ও ছাত্রীদের ৮০ দশমিক ৭৮ শতাংশ।
নাহিদ বলেন, ‘বিদেশের আটটি পরীক্ষা কেন্দ্রে জন পরীক্ষা হয়েছে। সেখানে মোট পরীক্ষার্থী ছিল ৪৩৭ জন। পাস করেছে ৪১২ জন। সেখানে জিপিএ-৫ পেয়েছে ১১২ জন।
শিক্ষামন্ত্রী বলেন, গত বছরের তুলনায় এবার বিজ্ঞান শাখা জিপিএ-৫ পাওয়ার শিক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৬৫৪ জন বৃদ্ধি পেয়েছে। বিজ্ঞানে শিক্ষার্থী বেড়েছে, পাসের হার বেড়েছে এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও বেড়েছে। এটা আমাদের আশার দিক। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পাসের হার ৯৩ দশমিক ৩৫ শতাংশ।
Leave a Reply