আনলিমিটেড নিউজ ডেস্ক :: বাংলাদেশে তৈরি (মেইড ইন বাংলাদেশ) টি-শার্ট পরে নির্বাচনী প্রচারণা চালানোয় সমালোচনার মুখে পড়েছে ফ্রান্সের কট্টর-ডানপন্থি প্রেসিডেন্ট প্রার্থী লি পেনের নির্বাচনী শিবির। এই কট্টর ডানপন্থি প্রেসিডেন্ট প্রার্থীর অর্থনৈতিক সংস্কারের মূল ভিত্তি হিসেবে ‘মেইড ইন ফ্রান্স’কে প্রাধান্য দেয়া হলেও বাংলাদেশি টি শার্টে প্রচারণার চালানোয় দেশটিতে এ সমালোচনা শুরু হয়েছে।
কট্টর ডানপন্থি এই প্রার্থী বার বার বলেছেন, তিনি বিশ্বায়নের বিপরীত স্রোতে দাঁড়িয়ে ফরাসি স্বার্থ রক্ষা ও বিদেশে থাকা ফরাসি কারখানাগুলো দেশে স্থানান্তর করবেন। কিন্তু তিনি নির্বাচনী প্রচারণার সময় বাংলাদেশি টি-শার্ট ব্যবহার করায় তার অর্থনৈতিক দেশপ্রেম নিয়ে প্রশ্ন উঠেছে দেশটির নাগরিকদের মধ্যে।
ব্রিটিশ দৈনিক দ্য ইন্ডিপেনডেন্ট বলছে, চলতি সপ্তাহে ফ্রান্সের উত্তরাঞ্চলের উপশহর ভিল্লেপিন্তেতে লি পেনের এক বৈঠকের সময়বিক্রি করা অধিকাংশ পোলো টি-শার্টের লোগো কেটে ফেলা হয়। একই সঙ্গে এগুলো কোথায় তৈরি হয়েছে; সেই লেবেল খুঁজতেও বাধা দেয়া হয় ক্রেতাদেরকে।
কিন্তু দেশটির টেলিভিশন চ্যানেল বিএফএম টিভির প্রতিবেদকদের নজর এড়াতে পারেনি মেইড ইন বাংলাদেশ লেখা টি-শার্ট। তারা কিছু টি-শার্টে বাংলাদেশের তৈরি লেবেল দেখতে পান সেখানে। সস্তা শ্রমে তৈরি পোষাক রফতানির জন্য পুরো বিশ্বে বাংলাদেশ পরিচিত।
গত বছরের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময়ও রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচারণায় ব্যবহৃত ক্যাপে ‘মেড ইন বাংলাদেশ’ লেবেল দেখা যায়।
লি পেনের নির্বাচনী প্রতিশ্রুতির সঙ্গে বাংলাদেশি টি-শার্ট ব্যবহার সাংঘর্ষিক কিনা; এমন এক প্রশ্নের জবাবে প্রচারণা দলের এক কর্মকর্তা বলেন, এসব টি-শার্টের এমব্রয়ডারি ফ্রান্সে করা হয়েছে।
তিনি বলেন, লি পেনের কর্মসূচির সঙ্গে এটি সাংঘর্ষিক নয়। কেননা আমরা এসব পণ্য ফ্যান্সে তৈরি করতে বলেছিলাম। এছাড়া টি-শার্টের ওপর যে এমব্রয়ডারি কাজ করা হয়েছে; তা ফ্রান্সেই করা।
তাহলে টি-শার্ট থেকে কেন লেবেল কেটে ফেলা হচ্ছে; এ প্রশ্নের উত্তর দিতে পারেননি ওই কর্মকর্তা।
গত ২৩ এপ্রিল ফ্রান্সের প্রথম দফার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মধ্য ডানপন্থি ইমানুয়েল ম্যাক্রো ২৩ দশমিক ৫৪ শতাংশ ভোট পেয়ে প্রথম এবং লি পেন ২২ দশমিক ৩ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। আগামী ৭ মে প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় বা চূড়ান্ত পর্যায়ের ভোট অনুষ্ঠিত হবে।
Leave a Reply