1. admin@admin.com : admin :
  2. harundesk@gmail.com : unlimitednews24 : Md Jibon
  3. unlimitednews24@gmail.com : Md Jibon : Md Jibon
  4. mdnayeem7726@gmail.com : Md Nayeem : Md Nayeem
চীনের জন্য অর্থনৈতিক অঞ্চল হচ্ছে : মতিয়া - Unlimited News 24।।আনলিমিটেড নিউজ
সোমবার, ০৫ জুন ২০২৩, ০৮:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ

চীনের জন্য অর্থনৈতিক অঞ্চল হচ্ছে : মতিয়া

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ মে, ২০১৭

আনলিমিটেড নিউজ :: সংসদকার্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, সরকার চীনের বিনিয়োগকারীদের জন্য দেশে একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রকল্প গ্রহণ করেছে।

তিনি বলেন, চীনের বিনিয়োগকারীদের জন্য চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার ৭৮৩.১১৯ একর জমিতে চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) স্থাপন করা হয়েছে। এ অর্থনৈতিক অঞ্চলে প্রত্যক্ষভাবে এক লাখ লোকের কর্মসংস্থান এবং পরোক্ষভাবে তিন লাখ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে চট্টগ্রাম- ১১ আসনের এম. আবদুল লতিফের লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিকেল ৫টা ১৩ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।

মতিয়া চৌধুরী বলেন, ২০১৪ সালে প্রধানমন্ত্রীর চীন সফরের সময় দু’দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) প্রতিষ্ঠার জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। ওই সমঝোতা স্মারকের মাধ্যমে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একটি প্রকল্প বাস্তবায়ন কার্যক্রম চলমান আছে।

তিনি বলেন, সিইআইজেড স্থাপনের জন্য চায়না হার্বার ইঞ্জিনিয়ারিং কোম্পানি লি. কে চীন সরকার মনোনীত করেছে। ইতোমধ্যে সিইআইজেড-এর অবকাঠামো নির্মাণের কাজ শুরু হয়েছে। চীনা ওই নির্মাণ কোম্পানির সাথে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে এবং শিগগিরই একটি জয়েন্ট ভেঞ্চার কোম্পানি গঠন করা হবে। সেখানে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে চার লেন বিশিষ্ট দু’টি সংযোগ সড়ক নির্মাণ কাজ চলছে। আগামী তিন বছরের মধ্যে সিইআইজেড বাস্তবায়ন সম্পন্ন হবে।

এখানে টেক্সটাইল, সিরামিক, খাদ্য প্রক্রিয়াকরণ, ইলেকট্রনিক্স, অটোমোবাইল, কেমিক্যাল, ফার্মাসিউটিক্যাল, তৈরি পোশাকসহ বিভিন্ন খাতের ক্ষুদ্র ও মাঝারি শিল্প কারখানা স্থাপন করা হবে বলে জানান সংসদকার্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী।

Sharing is caring!

শেয়ার করুন

Comments are closed.

Error Problem Solved and footer edited { Trust Soft BD }
এই বিভাগের আরো খবর পড়ুন

সর্বশেষ সংবাদ

© All rights reserved © 2017-2021 www.unlimitednews24.com
Web Design By Best Web BD