আনলিমিটেড নিউজ যশোর :: বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, দেশের চলমান সমস্যা সমাধানে আগামী সপ্তাহের যেকোনো দিন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনকালীন সরকারের রূপরেখা ঘোষণা করবেন। সেই ফর্মুলা অনুযায়ী আগামী নির্বাচন হবে।
বৃহস্পতিবার (৪ মে) প্রেস ক্লাব যশোর অডিটোরিয়ামে জেলা বিএনপির এক প্রতিনিধি সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আলাল বলেন, ‘স্বাধীন বাংলাদেশে কখনো আওয়ামী লীগ জনগণের ভালোবাসা পেয়ে রাষ্ট্র ক্ষমতায় আসেনি। একমাত্র পাকিস্তান আমলে ১৯৭০ সালে তারা জনগণের ভালোবাসা পেয়েছিল। কিন্তু স্বাধীন বাংলাদেশে তারা যে কয়বার ক্ষমতায় এসেছে সবক্ষেত্রে স্বৈরচারীর আশ্রয় নিয়েছে। এ জন্য শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে বিএনপি কখনো নির্বাচনে যাবে না। বিএনপিকে আজকে ঝুঁকি নিতে হবে। অনেক প্রাণ ঝরে গেছে। অনেক গুম হয়েছে। খালেদা জিয়া, তারেক রহমানকে নির্যাতন করা হয়েছে। মামলায় কাহিল করার চেষ্টা হয়েছে। আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘রাজনৈতিক দল হিসেবে সবচেয়ে বেশি যন্ত্রণায় আছে আওয়ামী লীগ। আর ব্যক্তি হিসেবে হাসানুল হক ইনু। যে দল নয় বছর ক্ষমতায় থাকার পর সাধারণ সম্পাদক বলেন ক্ষমতায় না থাকলে অবৈধ আয় নিয়ে বিদেশে চলে যেতে হবে। এটা আমাদের কাছে একটি মেসেজ। আগামীতে সরকারের যে পরিবর্তন আসছে তারই ইঙ্গিত।’
জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হুদার সভাপতিত্বে প্রতিনিধি সভায় বিশেষ অতিতি হিসেবে উপস্থিত রয়েছেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জয়ন্ত কুমার কুন্ডু ও সহ-ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু।
Leave a Reply