আনলিমিটেড নিউজ বিশেষ :: সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজে রাজনীতির সু-বাতাস বইছে। অসহায়, দরিদ্র শিক্ষার্থীদের পাশে নেতা হিসেবে নয়, বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে আজ আশ্রাফুল হাসান সরকার লিনাজ অনেক উপরে।
ছাত্র-ছাত্রীদের প্রাণ হিসেবে পরিচিত সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ শাখার সভাপতি আশ্রাফুল হাসান সরকার লিনাজ। তিনি সভাপতি নির্বাচিত হবার পর ছাত্র-ছাত্রীদের কাছে ন্যায়, সততা ও পরোপকারের আদর্শ হয়ে উঠেছেন। তিনি যেমন মেধাবী ছাত্র, তেমনি একজন সুসংগঠিত সংগঠক হিসাবে নিজেকে সর্বমহলে প্রমাণ করেছেন। তিনি ছাত্র-ছাত্রীদের সচেতন করার জন্য জঙ্গীবিরোধী সেমিনার, সমাবেশ ও র্যালীর আয়োজন করেছেন।
আশ্রাফুল হাসান সরকার লিনাজ বলেন, “যারা ইসলামকে বা ধর্মকে পুঁজি করে মানুষ হত্যা করে তাদের বঙ্গবন্ধুর এই দেশে ঠাঁই হবে না।
ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, “তোমরা নিয়মিত ক্লাস করবে, বাবা-মার কথা মেনে চলবে আর অবশ্যই জঙ্গীবাদ তথা দেশবিরোধী কার্যক্রম থেকে দূরে থাকবে এবং অবশ্যই তোমার পাশের ছেলেটির উপর নজর রাখবে। হঠাৎ কোন পরিবর্তন দেখলে তা আমাদের বা প্রশাসনকে তাৎক্ষনিক জানাবে। সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজ মাদকমুক্ত কলেজ। কলেজ প্রাঙ্গণ মাদকমুক্ত রাখার জন্য তিনি আলোচনা সভা ও র্যালীর আয়োজন করেছেন বলে জানা গেছে। ছাত্র-ছাত্রীদের বই পড়ার জন্য উৎসাহ দেন এবং বিভিন্ন উপন্যাস ও শিক্ষামূলক বই যেমন, বঙ্গবন্ধুর আত্মজীবনি মূলক বই “অসমাপ্ত আত্মজীবনি, মুক্তিযুদ্ধবিষয়ক বই বিতরণ করেন।
তিনি বিশ্বাস করেন, যে ছেলেটি খেলাধূলা ও বই পড়ায় মনোযোগী হবে সে কখনো মাদকাসক্ত হতে পারে না। জঙ্গী, মাদক ছাড়াও ছাত্র-ছাত্রীদের বিভিন্ন অসুবিধায় পাশে দাঁড়ান তিনি। ঢাকার বাহির থেকে আসা শিক্ষার্থীরা বাসস্থানের অভাবে ঢাকায় থেকে পড়তে পারে না তাদের জন্য হোষ্টেল ও মেসের ব্যবস্থা করে দিয়েছেন। দু:স্থ ছাত্র-ছাত্রীরা তাদের নিজের পড়ালেখার খরচ যাতে নিজেই বহন করতে পারে সেজন্য তাদেরকে প্রাইভেট পড়ানোর ব্যবস্থা করে দিয়েছেন। যেসব ছাত্র-ছাত্রী টাকার অভাবে পরীক্ষা দিতে পারছে না গোপনে নিভৃতে তাদের আর্থিক সহায়তা করে তাদের পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ করে দিচ্ছেন। ছাত্র-ছাত্রীদের এরকম নানারকম অসুবিধায় পাশে এসে দাঁড়ান। তাছাড়া ও বিভিন্ন সময় সভা সেমিনারে নবীন ছাত্র-ছাত্রীদের সংগঠনের ভালো দিক এবং এই সরকারের নানারকম উন্নয়নমুলক কর্মকান্ড উপস্থাপন করে ছাত্রলীগে যোগদান করার আহবান করেন সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ শাখার সভাপতি আশ্রাফুল হাসান সরকার লিনাজ।
Leave a Reply