আনলিমিটেড নিউজ,চট্টগ্রাম :: চট্টগ্রাম মহানগরীর রেলওয়ে স্টেশনসংলগ্ন বরিশাল বস্তিতে মাটির নিচে লুকিয়ে রাখা ১১ বস্তা ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার শাহ আবদুর রউফ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।
বুধবার ভোরে মাদকবিরোধী ব্লক রেইডের মাধ্যমে এই ফেনসিডিল উদ্ধার করা হয়। আজ ভোরে শুরু হওয়া এই ব্লক রেইড সকাল পৌনে ১০টায় শেষ হয়।
পুলিশ জানায়, নগরীর মাদকের আখড়া হিসেবে পরিচিত রেলওয়ে স্টেশনসংলগ্ন বরিশাল কলোনিতে ভোর থেকে অভিযান শুরু করে প্রায় অর্ধ সহস্রাধিক পুলিশ সদস্য। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত উপকমিশনার শাহ আবদুর রউফ। অভিযানে বস্তির বিভিন্ন ঘর তল্লাশি করে এবং মাটি খুঁড়ে ১১ বস্তা ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এসব বস্তায় প্রায় ২৩০০ বোতল ফেনসিডিল রয়েছে।
অভিযানের সময় কয়েকটি মাদকের আস্তানা গুঁড়িয়ে ও পুড়িয়ে দেয় পুলিশ। তবে অভিযানে কাউকে আটক করা যায়নি। মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।
Leave a Reply