বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এর বিরুদ্ধে মামলা ও গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ষোষিত কর্মসূচির অংশ হিসাবে এ বিক্ষোভ মিছিল করে তিতুমীর কলেজ ছাত্রদল।
আজ বুধবার দুপুরে এ বিক্ষোভ মিছিল করে তিতুমীর কলেজ ছাত্রদল।
গুলশান-১ থেকে মহাখালী অভিমুখে যেতে গেলে পুলিশ চেকপোষ্টের বাধায় সংক্ষিপ্ত সমাবেশ করে শেষ হয় বিক্ষোভ মিছিলটি । তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি তসলিম আহসান মাসুম ও সাধারন সম্পাদক আমিনুল হক হিমেল এর নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলো প্রায় শতাধিক নেতাকর্মী। মিছিল পরবর্তী কলেজ ছাত্রদল সাধারন সম্পাদক আমিনুল হক হিমেল এর পরিচালনায় এক সংক্ষিপ্ত সমাবেশে কলেজ ছাত্রদল সভাপতি তসলিম আহসান মাসুম বলেন, “অবিলম্বে জনাব তারেক রহমানের বিরুদ্ধে সকল প্রকার ষরযন্ত্র মূলক মিথ্যা মামলার প্রত্যাহার না করা হলে ছাত্র সমাজ দুর্বার আন্দোলন গড়ে তুলবে।”