আনলিমিটেড নিউজ ডেস্ক :: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন বলেছেন, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজয়ের দায় ব্যক্তিগতভাবে তার। তবে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, পরাজয়ের জন্য নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ, কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (এফবিআই) পরিচালক জেমস কোমির কাছের চিঠি ও নারী-বিদ্বেষও দায়ী।
স্থানীয় সময় মঙ্গলবার নিউইয়র্কে ‘উইমেন ফর উইমেন’ শীর্ষক সিএনএনের অনুষ্ঠানে হিলারি এসব কথা বলেন।অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন সাংবাদিক ক্রিস্টিয়ান আমানপোর।হিলারি বলেন, “আমি প্রার্থী ছিলাম, আমি ব্যালটে ছিলাম। প্রতিবন্ধকতা, নানা সমস্যা, ঘাটতির ব্যাপারে আমি ওয়াকিবহাল ছিলাম।
হিলারি বলেন, ভালো প্রচারাভিযানের কোনো বিষয় ছিল না। এ রকম বিষয় নেই। তবে জেমস কোমির চিঠি, রাশিয়ার উইকিলিকস ফাঁস-এগুলোর মিলিত ফলে মানুষের মনে সন্দেহ তৈরি হয়, যারা আমাকেই ভোট দেওয়ার জন্য প্রস্তুত ছিল। এর আগ পর্যন্ত আমি জয়ের পথেই ছিলাম। নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ এবং দেশটির চরদের সঙ্গে ট্রাম্পের লোকজনের যোগাযোগের বিষয়গুলো এখন তদন্ত করছে এফবিআই। এ ছাড়া পার্লামেন্টের সিনেট ও প্রতিনিধি পরিষদের ইনটেলিজেন্স কমিটি পৃথক তদন্ত পরিচালনা করছে।
হিলারি ক্লিনটন বলেন, ওই হস্তক্ষেপের প্রমাণ অত্যন্ত জোরালো, বিশ্বাসযোগ্য। নারীবিদ্বেষ কোনোভাবে পরাজয়ে প্রভাব ফেলেছে কি না জানতে চাইলে হিলারি বলেন, হ্যাঁ, আমার মনে হয় এটা একটা ভূমিকা রেখেছে। অন্য বিষয়গুলোর ভূমিকা আছে।
সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেন, মনে রাখবেন, প্রতিপক্ষের চেয়ে আমি ৩০ লাখের বেশি ভোট পেয়েছি। তিনি বলেন, নারী-বিদ্বেষ রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অঙ্গনের সার্বিক চিত্র। -সংবাদমাধ্যম
Sharing is caring!
Leave a Reply