আনলিমিটেড নিউজ, টাঙ্গাইল :: টাঙ্গাইলের র্মির্জাপুরে স্বামী স্ত্রী একরশিতে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের হাটুভাঙা বাজার এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে মির্জাপুর থানা পুলিশ।
নিহতরা হলেন, হাটুভাঙা বাজারের বাবুল খানের ছেলে মো. রাশেদুল ইসলাম (২৪) ও তার স্ত্রী সুমী বেগম (২০)।
স্থানীয়রা জানায়, রাশেদুল ইসলাম তিন মাস আগে পাশ্ববর্তী চিতেশ্বরী গ্রামের আলমাছ মিয়ার মেয়ে সুমীকে ভালবেসে বিয়ে করেন। বিয়ের পর থেকে সুমী তার স্বামীর ব্যবসার জন্য তার পরিবারের কাছে টাকা দাবি করে আসছিল। টাকা না দেয়ার অভিমানে স্বামী-স্ত্রী মিলে তাদের থাকার ঘরের ধন্নার সঙ্গে ডিস লাইনের তার গলায় পেঁচিয়ে এক সাথে আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন পরিবার ও স্থানীয়রা।
এ ব্যাপারে মির্জাপুর থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বলেন এক রশিতে ঝুলন্ত মরদেহ দেথে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডিস লাইনের তার দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাদের উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা আত্মহত্যা করেছে। এ ব্যপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply