আনলিমিটেড নিউজ ডেস্ক :: ২০০২ সালে তামিল ছবি দিয়ে কেরিয়ারের শুরু। এখন হলিউড মুভি ‘বেওয়াচ’এর অন্যতম মুখ! প্রিয়াঙ্কার কথায়, ‘‘কেরিয়ারের শুরুর দিকেই ‘অ্যায়তরাজ’এ নেগেটিভ চরিত্র করেছিলাম।
যখন কেউ মহিলা-কেন্দ্রিক ছবি করার সাহস দেখাত না, সেই সময় ‘ফ্যাশন’ করেছিলাম। ‘বরফি’র ডিগ্ল্যাম লুক’এর চ্যালেঞ্জও নিয়েছিলাম। সিনেমা, গানবাজনা, ‘কোয়ান্টিকো’র মতো টেলি-সিরিজে কাজ করা, এতকিছু একসঙ্গে বোধহয় আমি ছাড়া আর কেউ করেনি,’’ বলেছেন প্রিয়াঙ্কা।
কেরিয়ারগ্রাফ একদিন নীচের দিকে নামবে, সেটা তিনি জানেন। ‘‘তবে যতদিন মানুষ আমায় দেখবেন, আমি থাকব,’’ প্রত্যয় নায়িকার গলায়!
ইন্ডিপেন্ডেন্ট ছবিতেই বেশিরভাগ সময় মুখ দেখিয়ে থাকেন বিনয় পাঠক। বললেন, এ দেশে ইন্ডি-ছবিকে এখনও স্ট্রাগ্ল করে যেতে হচ্ছে।
চিরকালই বেছে কাজ করায় বিশ্বাসী এই শক্তিশালী অভিনেতা। তার মতে, ‘ভেজা ফ্রাই’ বা ‘খোসলা কা ঘোসলা’র পরবর্তী সময় থেকেই মেনস্ট্রিম বলিউড অল্পস্বল্প গুরুত্ব দিতে শুরু করে ইন্ডি-ছবিকে।
‘‘তবে ইন্ডি-ছবি কিন্তু এখনও লড়ছে,’’ বক্তব্য বিনয়ের। একজন শিল্পী হিসেবে বেছে কাজ করতে গিয়ে কি নিজেকে সীমাবদ্ধ করে ফেলছেন? এ প্রশ্নের জবাবে বিনয় বলেছেন, ‘‘অভিনেতা হিসেবে গাড়ি-বাড়ি কেনাটা আমার লক্ষ্য নয়। বরং এমন কিছু প্রজেক্টের অংশ হতে চাই, যেগুলো মানুষের সারাজীবন মনে থাকবে।
Leave a Reply