আনলিমিটেড নিউজ ডেস্ক :: আলোচনা-সমালোচনায় বলিউডের লাস্যময়ী তারকা হিসেবে পরিচিতি আছে ক্যাটরিনা কাইফের। তবে এবার নিজেকে বিখ্যাত ফ্যাশন ফটোগ্রাফার মারিও টেস্টিনোর ক্যামেরায় অনেক বেশি আবেদনময়ী করে তুলে ধরলেন তিনি। ‘টাওয়াল’ বা ‘তোয়ালে’ সিরিজের ফটো গ্যালারিতে অর্ধনগ্ন হয়ে পোজ দিয়েছেন ক্যাট।
সম্প্রতি প্রথমবারের মতো ভারত সফরে এসেছিলেন মারিও। এসেই ক্যাটরিনার সঙ্গে একটি ফটোশুটে অংশ নেন। এই শুটে শুধু একটি তোয়ালে দিয়ে নিজের শরীরের কিছু অংশ আবৃত করে রাখেন ক্যাটরিনা।
ছবিটি নিজের টুইটার একাউন্টে পোস্ট করার পর ভাইরাল হয়ে যায়। আবেদনময়ী ছবিটি সাড়া ফেলে তার ভক্তদের মাঝেও।
‘টাওয়াল’ সিরিজের এই অ্যালবামে ক্যাটরিনা ছাড়া আরও থাকছেন ক্যাট মোস, ক্রিস্টেন স্ট্যুয়ার্ট, গিগি হাদিদ, সেলেনা গোমেজ, জাস্টিন বিবার, ক্যান্ডাল জেনারসহ অনেক বিশ্ব নন্দিত তারকারা।
তবে বলিউড থেকে ক্যাটরিনাই প্রথম অংশীদার হচ্ছেন এই অ্যালবামের।
Leave a Reply