আনলিমিটেড নিউজ :: রাজধানীর কদমতলা মোড়ে নিত্য দিনের যানজট। এলাকার মানুষের দূর্ভোগের শেষ নেই। কিন্তু এই দূর্ভোগের মূল কারণ হলো বৌদ্ধ মন্দির থেকে কদমতলা হয়ে রাজারবাগ কালীবাড়ি পর্যন্ত যে রাস্তাটি আছে সেটার অপ্রশস্ততা।
তাই অত্র এলাকার মানুষ ধরে নিয়েছে যানজটের এই সমস্যা তাদের আজীবনের সঙ্গী হয়ে থাকবে। তাদের অনেকেই জানে না, যে রাস্তাটি এত অপ্রশস্ত সে রাস্তাটির প্রশস্ততা হলো ৬০ ফিট। কিন্তু এটা হলো শুধুমাত্র কাগজে-কলমে, বাস্তবে এটার প্রশস্ততা হলো ২৫ ফিট।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক প্রণয়াধীন বিশদ অঞ্চল পরিকল্পনা বা ড্যাপ (২০১৬-২০৩৫) প্রনয়ন প্রকল্পের কাজের অংশ হিসেবে সম্প্রতি প্রকল্প পরিচালক আশরাফুল ইসলাম-এর নেতৃত্বে একটি দল ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন এর ৫ নং ওয়ার্ড পরিদর্শনে গেলে এমন চিত্রটি তাদের সামনে চলে আসে।
পরিদর্শনকালে তারা দেখতে পায় বর্তমান ড্যাপে রাস্তাটি ৬০ ফুট প্রশস্ত করার প্রস্তাবনা আছে। রাস্তাটির পার্শ্ববর্তী বাড়ির মালিকগন ড্যাপের প্রস্তাবনা অনুযায়ী কোথাও রাস্তার জন্য জায়গা ছেড়েছেন কোথাও ছাড়েননি। আবার অনেকে জায়গা ছাড়লেও দোকান করে তা দখলে রেখেছেন। এই সমস্ত দোকান ও কিছু বাড়ির রাস্তার জন্য জায়গা না ছাড়াই মূলতঃ যানজটের মূল কারণ।
এসময় উক্ত ওয়ার্ডের কাউন্সিলর জনাব আশ্রাফুজ্জামান ফরিদসহ এলাকার অনেকেই রাজউকের অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে যে সকল অবৈধ ইমারত নির্মাণ করা হয়েছে সেসব অবৈধ ইমারত অবিলম্বে অপসারন করে রাস্তাটির ৬০ ফিট প্রশস্ত করার দাবী জানান।
রাজউকের নকশা অনুমোদন শাখা যদি সময়মতো তদারকি করতো তাহলে অবৈধভাবে কেউ ইমারত নির্মাণ করার সাহস করতো না বলে তারা অভিযোগ করেন।
Leave a Reply