আনলিমিটেড নিউজ :: বাংলা নববর্ষ উপলক্ষে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘বৈশাখী উৎসব ১৪২৪’র আয়োজন করা হয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) বিআইএম মিলনায়তনে বিকেল ৩টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলবে এ উৎসব।
বিকেল ৩টায় রেজিস্ট্রেশনের পর সাড়ে ৩টায় উৎসব উদ্বোধন করবেন বিআইএম’র মহাপরিচালক মোহাম্মদ আতোয়ার রহমান। এসময় উপস্থিত থাকবেন বিআইএম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক প্রফেসর ইকবাল আহমদ, সদস্য সচিব ও প্রতিষ্ঠাতা সভাপতি তানভীর হোসাইন, কোষাধ্যক্ষ নির্ঝর মজুমদার, উৎসবের আহ্বায়ক মামুন মুজতবা।
এছাড়া আলোচনায় অংশ নেবেন ডিরেক্টর (অ্যাডমিন) শেখ মো. মোবারক হোসেন, ডিরেক্ট্রর (ট্রেনিং) ড. পারভীন আহমেদ। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে। মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বে বৈশাখী দলীয় সংগীত, কবিতা আবৃত্তি, দলীয়-একক নৃত্য, একক সংগীত, বাঙালিয়ান ফ্যাশন শো, কৌতুক অভিনয়, বিআইএম থিম সং, পুথিগান এবং ব্যান্ড (অতিথি) পরিবেশিত হবে।
Leave a Reply