আনলিমিটেড নিউজ :: পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপন বিষয়ক প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে সারাদেশে নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানে ২০০১টি কম্পিউটার ল্যাব এবং জেলা পর্যায়ে ৬৫টি ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপন করা হয়েছে।
তিনি আজ আলমবিদিতর ইউনিয়নে পাইকান ফাজিল মাদ্রাসার কম্পিউটার ল্যাব উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির নেতা মো. সামসুল আলম ও মো. মতিয়ার রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রতিমন্ত্রী বলেন, আইসিটি শিল্পের উন্নয়ন ও নতুন নতুন সেবা উদ্ভাবন এবং আইসিটি শিক্ষা সম্প্রসারণে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। তিনি বলেন এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশে তথ্য প্রযুক্তি খাতে দক্ষ মানব সম্পদ তৈরি করে ব্যপক কর্মসংস্থানের সৃষ্টি করা সম্ভব হবে।
এর আগে প্রতিমন্ত্রী লক্ষীটারী, কোলকোন্দ, আলমবিদিতর ও নোহালী ইউনিয়নের তিস্তা নদীর ব্লকের কাজ পরিদর্শন করেন।
Leave a Reply