1. admin@admin.com : admin :
  2. harundesk@gmail.com : unlimitednews24 : Md Jibon
  3. unlimitednews24@gmail.com : Md Jibon : Md Jibon
  4. mdnayeem7726@gmail.com : Md Nayeem : Md Nayeem
বঙ্গবন্ধুর আদর্শের নিবেদিত সৈনিক এমপি হওয়ার আলোচনায় - Unlimited News 24।।আনলিমিটেড নিউজ
বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ০২:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ

বঙ্গবন্ধুর আদর্শের নিবেদিত সৈনিক এমপি হওয়ার আলোচনায়

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭
আনলিমিটেড নিউজ, সাজ্জাদুল ‍ইসলাম রাসেল ::  বঙ্গবন্ধুর আদর্শ ও দীক্ষা নিয়ে বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী হয়ে ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতি সঙ্গে পথ চলা শুরু করেন। যিনি নাড়ীর পড়শে কোমল কাদামাটিকে আপন করে অসহায় মানুষের পাশে দাঁড়াতে ভালবাসেন।
এলাকাবাসীর ভালবাসায় আজ তিনি নিজেকে অনেক উচ্চতায় নিয়ে গেছেন। শিক্ষাক্ষেত্রে যিনি সর্বদা নিজের মেধা,মনন প্রয়োগ করতে চান,নবীনগরের রাজনীতিতে যাকে ছাড়া ভাল কিছু ভাবা যায় না,নবীনগর বাসীর হৃদয়ে মহৎ যে ব্যক্তির নাম লেখা হয়েছে, যাকে একজন সাধারণ মানুষ হিসেবে নয় এমপি হিসেবে দেখতে চায় ব্রাহ্মণবাড়ীয়া-৫(নবীনগর) এলাকাবাসি।
কর্মযজ্ঞ, মেধা আর নিজ যোগ্যতায় সকল শ্রেণি-পেশার মানুষের কাছে জনপ্রিয় ব্যক্তিত্ব, তৃনমূল রাজনীতির পথ বেয়ে তিনি এখন কেন্দ্রীয় রাজনীতিতে সুপরিচিত নাম, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত আর বঙ্গবন্ধু তনয়া, উন্নয়নের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত ’ডিজিটাল বাংলাদেশ’ গঠনের নিবেদিত এক কর্মীর নাম ব্যারিস্টার জাকির আহাম্মদ। স্যাটেলাইট চ্যানেলসহ বিভিন্ন গণমাধ্যমে শেখ হাসিনার বিশ্বজয়ী নেতৃত্ব ও সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরাসহ জনমত গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি।
অনলবর্ষি বক্তা হিসাবে দেশ-বিদেশে বেশ জনপ্রিয় তিনি। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্নেহভাজন ও সজীব ওয়াজেদ জয়ের ঘরিষ্ঠজন হিসেবে তিনি তরুন প্রজন্মের কাছেও বেশ গ্রহনযোগ্য। সফল, জনপ্রিয়, মেধাবী সাবেক ছাত্রনেতা ব্যারিস্টার জাকির আহাম্মদ ১৯৮৫ সালে স্কুল ছাত্রলীগের সভাপতি হিসেবে রাজনীতির অঙ্গনে পথচলা শুরু করেন। তারপর নবীনগর সরকারী কলেজ ছাত্রসংসদের নির্বাচিত জি.এস (সাধারন সম্পাদক), পরবর্তীতে ছাত্রলীগ, যুবলীগ এবং লন্ডনে ব্যারিস্টারী পড়ার সময় যুক্তরাজ্য আওয়ামী আইনজীবি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। সুপ্রীম কোর্টের তরুন আইনজীবি হিসেবে আইন অঙ্গনে রয়েছে তার যথেষ্ট পরিচিতি।
তৎকালীন এক-এগারো সরকারের সময় রাজনৈতিক পট পরিবর্তনকালে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এ্যাড. সাহারা খাতুনের নেতৃত্বাধীন আইনজীবী প্যানেলে অন্তর্ভূক্ত হয়ে শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলায় কোর্টে নিয়মিত উপস্থিত থেকে ও শেখ হাসিনার মুক্তি আন্দোলনের অংশ হিসেবে বহু সভা-সমাবেশ করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। ব্যক্তিগত যোগাযোগ ও সাংগঠনিক দক্ষতায় নিরলসভাবে কাজ করে তাঁর নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সর্বস্তরের মানুষের প্রাণপ্রিয় নেতায় পরিনত হয়েছেন। এলাকাবাসীর ধারনা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যারিস্টার জাকির আহাম্মদই হচ্ছেন নবীনগরের উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকার কান্ডারী।
বর্তমান প্রজন্মের মাঝে শিক্ষাদূত হিসেবে পরিচিত লাভ করেছেন ব্যারিস্টার জাকির আহাম্মদ। কৈশোর কাল থেকেই শিক্ষার প্রতি তাঁর ছিল প্রবল আগ্রহ। যার ফলে লন্ডনে গিয়ে অর্জন করেছেন আইনের সবোর্চ্চ ডিগ্রি। নিজে শিক্ষিত হয়েই থেমে থাকেননি তিনি। প্রিয় জন্মস্থান নবীনগরে শিক্ষার উন্নয়নে সবর্দা কাজ করে যাচ্ছেন। শিক্ষা ধ্যুতি ছড়িয়ে দিতে প্রতিষ্ঠা করেছেন ‘ব্যারিস্টার জাকির আহাম্মদ শিক্ষা ফাউন্ডেশন’। দীর্ঘ ১ যুগেরও অধিক সময় ধরে ফাউন্ডেশনের মাধ্যমে নবীনগরের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান অব্যাহত রেখেছেন। আলোকিত নবীনগর গড়ে তুলতে প্রতিষ্ঠা করেছেন “লাউর ফতেহ্পুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজ”। ইতোমধ্যে কলেজটি এলাকায় বেশ সুপরিচিতি লাভ করেছে। এলাকার গরীব-দু:খী মানুষকে আর্থিক সহযোগিতা প্রদানসহ আর্তমানবতার সেবায় নিয়মিত সাহায্য-সহযোগিতা করে যাচ্ছেন। এছাড়া তিনি নিজ এলাকার শতবর্ষি বিদ্যাপীঠ লাউর ফতেহ্পুর কেজি বহুমুখী উচ্চ বিদ্যালয় ও লাউর ফতেহ্পুর আরএনটি বালিকা উচ্চ বিদ্যালয়ের টানা ৫ম মেয়াদে সভাপতি হিসেবে অত্যন্ত নিষ্ঠা ও সফলতার সাথে দায়িত্ব পালন করে চলেছেন। পারিবারিক, ব্যক্তি, সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক সমস্যা নিয়ে মানুষ ছুটে আসলে, তিনি আন্তরিকতার সহিত তাদের সমস্যা সমাধানের চেস্টা করেন।
২০০৪ সালের ভয়াবহ বন্যায় নবীনগর উপজেলায় ত্রাণ বিতরন, এছাড়া ১৯৯৮ সালের বন্যা মোকাবেলায় দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ, ঈদবস্ত্র, শীতবস্ত্র বিতরণ করেন নিয়মিত। ব্যারিস্টার জাকির আহাম্মদ সাউথ নবীনগর স্টুডেন্ট এসোসিয়েশন ঢাকা ও নবীনগর উপজেলা বঙ্গবন্ধু যুব পরিষদ ঢাকা এর প্রতিষ্ঠাতা সভাপতি। ব্যারিস্টার জাকির আহাম্মদ বি-বাড়িয়া জেলা আওয়ামী লীগের শিক্ষা সম্পাদক হিসেবে সফলতার সাথে কাজ করে যাচ্ছেন।
এছাড়া তিনি বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ- কমিটির সাবেক সহ-সম্পাদক। তিনি বঙ্গবন্ধু প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটি ও সম্মিলিত তরুন পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটিরও প্রতিষ্ঠাতা সভাপতি। ব্যারিস্টার জাকির আহাম্মদ রাষ্ট্রায়াত্ব রূপালী ব্যাংক ও অগ্রণী ব্যাংক লিমিটেড-এর পরিচালনা পর্ষদের সাবেক সম্মানিত পরিচালক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্ব আর কর্মযজ্ঞে উভয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা ভীষণ মুগ্ধ। ব্যাংকিং সেবা বিস্তার এবং জনসাধারণের দৌরগোঁড়ায় ব্যাংকিং সেবা পৌছে দিতে তাঁর ভূমিকা প্রশংসনীয়। তিনি নবীনগরের শিবপুরে অগ্রণী ব্যাংক ও তার নিজ গ্রাম লাউর ফতেহপুরে রূপালী ব্যাংকের শাখা চালু করেন।
ব্যক্তিগত জীবনে তিনি চার কন্যা সন্তানের জনক। সহধর্মিনী মিসেস নাহরিন ফারহানা পপি গুলশান কমার্স কলেজ, গুলশান, ঢাকা-এর ইংরেজী বিভাগের প্রভাষক। ব্যারিস্টার জাকির আহাম্মদ আনলিমিটেড নিউজ’কে বলেন, আমি মানুষের সেবায় নিজেকে মৃত্যুর আগ পর্যন্ত নিয়োজিত রাখতে চাই। আল্লাহ যেন আমাকে সেই তওফিক দেন। আমি মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে বদ্ধ পরিকর। জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের প্রতি আস্থা রেখেই বলতে চাই, নবীনগর বাসীর উন্নয়নে প্রিয়নেত্রীর যে কোনো সিদ্ধান্ত মেনে নিয়ে মানুষের সেবায় আমি নিজেকে নিয়োজিত রাখবো।আমি জয় বাংলার সৈনিক।

Sharing is caring!

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Error Problem Solved and footer edited { Trust Soft BD }
এই বিভাগের আরো খবর পড়ুন

সর্বশেষ সংবাদ

© All rights reserved © 2017-2021 www.unlimitednews24.com
Web Design By Best Web BD