আনলিমিটেড নিউজ :: ১২ বছরের কম বয়সী কাউকে গৃহকর্মী হিসেবে নিয়োজিত করা যাবে না বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, ১২ বছরের কম বয়সী কাউকে গৃহকর্মী হিসেবে নিয়োজিত করবেন না। এছাড়া গৃহকর্মে নিয়োজিতদের গায়ে হাত তুলবেন না।
বৃহস্পতিবার ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস’ (২৮ এপ্রিল) ও পয়লা মে ‘মহান মে দিবস’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তির আগেই বাংলাদেশে আর কোনো শ্রমিক অসহায় থাকবে না। শ্রমিকের কল্যাণে সরকার কল্যাণমুখী নানা পদক্ষেপ বাস্তবায়ন করে যাচ্ছে।
দেশের প্রতিটি কারখানায় সেফটি কমিটি করার আইনগত বাধ্যবাধকতা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখনও পর্যন্ত এক হাজার কারখানায় এ কমিটি করা হয়েছে। প্রাথমিকভাবে পোশাক কারখানাগুলোতে এ কমিটি করা হলেও পর্যায়ক্রমে অন্য কারখানাগুলোতেও করা হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মহান মে দিবসে এবারের প্রতিপাদ্য হলো ‘শ্রমিক-মালিক গড়বো দেশ, এগিয়ে যাবে বাংলাদেশ’। দিবসটি উপলক্ষে বিকেল চারটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন।
এছাড়াও শুক্রবার (২৮ এপ্রিল) জাতীয় পেশাগত সেফটি ও স্বাস্থ্য দিবস পালিত হবে। এবারে দিবসটির প্রতিপাদ্য বিষয় ‘শোভন কর্ম পরিবেশ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’। বাংলাদেশে তৃতীয়বারের মতো এ দিবসটি পালিত হচ্ছে।
Leave a Reply