আনলিমিটেড নিউজ :: দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন, সামান্য বৃষ্টি হলেই রাজধানীতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এর জন্য আবশ্যই পানি সরবারহ এবং নর্দমা ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠা ওয়াসা দায়ী।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দক্ষিণ সিটি করপোশনের উদ্যোগে আয়োজিত ঢাকা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন।
তিনি বলেন, ওয়াসা কর্তৃপক্ষ তাদের দায়িত্ব ঠিক মতো পালন করতে পারছে না। এজন্য নগরীর মানুষের চরম দুর্ভোগ হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওয়াসাকে সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হোক অথবা ঢেলে সাজানো হোক।
ওয়াসাকে ব্যর্থ সংস্থা অভিহিত করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র বলেছেন, সংস্থাটির কারণে নগরবাসীর দুর্ভোগ বাড়ছে। নগরীতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। খাল দখল হচ্ছে। আর আমাদের ওপর দায় আসছে।
খোকন বলেন, ঢাকা ওয়াসা হাজার হাজার কোটি টাকার প্রকল্প নিয়ে ব্যস্ত। কিন্তু এ জলাবদ্ধতা নিরসনে কি হাজার হাজার কোটি টাকার প্রয়োজন পড়ে? এতে তাদের মনোযোগ প্রয়োজন। তাদের কর্মকর্তা-কর্মচারীরা যদি একটু মনোযোগী হয় তাহলে এ জলাবদ্ধতা নিরসন সম্ভব। অথচ তাদের খুঁজে পাওয়া যায় না।
সাঈদ খোকন বলেন, প্রত্যেকটি ওয়ার্ডের প্রতিটি নাগরিকের সঙ্গে কথা হয় আমার। কিন্তু কোথাও পানি নেই। কোথাও খাবার পানির অভাব। আবার যে বাসায় পানি থাকে সে বাসায় ময়লা-দুর্গন্ধযুক্ত পানি। অথচ এসব বিষয়ে তাদের যখন বলি তারা বলে তাদের অর্থের অভাব রয়েছে।
অনুষ্ঠানে ঢাবির উপাচার্য অধ্যাপক আ আ ম স ড.আরেফিন সিদ্দিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সাইকেল লেন নির্মাণের আশ্বাস দিয়ে তিনি বলেন,পর্যায়ক্রমে সব সড়কে এই সাইকেল লেন হবে।
Leave a Reply