আনলিমিটেড নিউজ, গোপালগঞ্জ :: গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মো. আতিকুর রহমান মিয়া ছয় হাজার ৭১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী চামচ প্রতীকের মো. মিজানুর রহমান মৃধা (মন্টু) পেয়েছেন দুই হাজার ১৮৫ ভোট। ধানের শীষ প্রতীকের বিএনপির প্রার্থী মো. মিজানুর রহমান লিপু ৭৭৫ ভোট।
পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মুন্সী ওহিদুজ্জামান আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় এই ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপির প্রার্থীসহ মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ ছাড়া ৯ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৪৩ জন ও সংরক্ষিত ৩টি ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী ছিলেন।
দীর্ঘ ১৬ বছর পর এই পৌরসভায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১২ হাজার ৩৪১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। নির্বাচনে ভোটারদের উচ্ছ্বাস আর নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো।
Leave a Reply