আনলিমিটেড নিউজ :: সংগঠন বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে বিএনপির বিভিন্ন পর্যায়ের তিন নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠন বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক বিএনপির পটুয়াখালী জেলার সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান, পটুয়াখালী সদর উপজেলা শাখা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট রুহুল আমিন রেজা এবং পটুয়াখালী শহর শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহীন বিহারীকে তাদের স্ব স্ব পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
পাশাপাশি তাদেরকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না চিঠি পাওয়ার ৭ দিনের মধ্যে লিখিতভাবে তা জানানোর জন্য বলা হয়েছে।
Leave a Reply