আনলিমিটেড নিউজ, বিনোদন ডেস্ক :: আগামী ২৮ এপ্রিল ঢাকা মাতানোর কথা ছিল ভারতের জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহান, চিত্রনায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত এবং নুসরাত জাহানের। কিন্তু হঠাৎ করেই স্থগিত করা হয়েছে কনসার্টটি।
মঙ্গলবার দুপুরে কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান গ্র্যান্ড মাস্টার ইভেন্টস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবিএম রইসদ্দিন এ তথ্য জানান।
তিনি বলেন, ২৮ এপ্রিল রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারের নবরাত্রি হলে ‘লাভ ইন ঢাকা উইথ সুনিধি চৌহান’ কনসার্টে পৃথক পরিবেশনা নিয়ে একই মঞ্চে নাচ-গানে দর্শক মাতানোর কথা ছিল সুনিধি, ঋতুপর্ণা ও নুসরাতের। কিন্তু নুসরাতের এক আত্মীয় মারা গেছেন। এদিকে, ঋতুপর্ণা সেনগুপ্তও ব্যক্তিগত কারণে আসতে অপারগতা প্রকাশ করেছেন। যার জন্য সাময়িকভাবে কনসার্টটি স্থগিত করা হয়েছে।
রইসদ্দিন আরও বলেন, ‘এই কনসার্টের সঙ্গে যারা সম্পৃক্ত, ইতোমধ্যে তাদেরকে এ সংক্রান্ত নোটিস পাঠানো হয়েছে। এ ছাড়া আমাদের একটি প্রতিনিধি দল আজ ভারত যাবেন ওখানকার শিল্পীদের সঙ্গে আলোচনা করতে। এ বৈঠক শেষে আমরা কনসার্টের পরবর্তী তারিখ জানাব।
Leave a Reply