আনলিমিটেড নিউজ :: রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, যেসব আসামীর মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে উচ্চ আদালতে যাবজ্জীবন করা হবে তাদের ক্ষেত্রেই যাবজ্জীবন মানে আমৃত্যু হবে। কিন্তু যারা নিম্ন আদালতেই যাবজ্জীবন কারাদণ্ড পাবেন তাদের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে।
মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মাহবুবে আলম বলেন, উচ্চ আদালতে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামিদের ক্ষেত্রে রাষ্ট্রের ক্ষমতা, জেল কোড অ্যাপ্লিকেবল হবে না, সাজা কমানো যাবে না। শুধু রাষ্ট্রপতি তার ক্ষমতা এক্সারসাইজ করতে পারবেন, উনি কমাতেও পারবেন, উনি মাফও করতে পারবেন। কিন্তু যারা প্রাথমিক সাজাতেই যাবজ্জীবন পাবেন তাদের ক্ষেত্রে আগের জেল কোডই বহাল থাকবে।
উল্লেখ্য, ২০০১ সালে গাজীপুরে জামান নামে এক ব্যক্তি হত্যা মামলার রায়ের পর্যবেক্ষণে ‘যাবজ্জীবন মানে আমৃত্যু’ বলে উল্লেখ করেন উচ্চ আদালত। সেই রায়ের পূর্ণাঙ্গ কপি সোমবার প্রকাশিত হয়। তারপর থেকেই এ নিয়ে বিভ্রান্তি শুরু হয়। সেই বিভ্রান্তি নিরসন করতেই আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
Leave a Reply