আনলিমিটেড নিউজ :: বাংলাদেশে অবস্থিত অস্ট্রেলিয়ার হাইকমিশনকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর গুলশান-২ নম্বরে অবস্থিত হাইকমিশনে অজ্ঞাত একটি ই-মেইল থেকে পাঠানো এক বার্তায় এই হুমকি দেওয়া হয়।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, আজ সকালে অজ্ঞাত একটি ই-মেইল থেকে পাঠানো এক বার্তায় হাইকমিশনারের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। আর চাঁদার টাকা না দিলে বোমা মেরে হাইকমিশন উড়িয়ে দেওয়া হবে বলে হুমকিও দেওয়া হয়।
ওসি আরো জানান, হাইকমিশন কার্যালয়ে সব সময় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা থাকে। তবে ই-মেইল বার্তার পর তা আরো জোরদার করা হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা বলেন, এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Leave a Reply