1. admin@admin.com : admin :
  2. harundesk@gmail.com : unlimitednews24 : Md Jibon
  3. unlimitednews24@gmail.com : Md Jibon : Md Jibon
  4. mdnayeem7726@gmail.com : Md Nayeem : Md Nayeem
মেসির ৫০০, রিয়ালকে হারিয়ে শীর্ষে বার্সেলোনা - Unlimited News 24।।আনলিমিটেড নিউজ
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪৭ পূর্বাহ্ন

মেসির ৫০০, রিয়ালকে হারিয়ে শীর্ষে বার্সেলোনা

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭

আনলিমিটেড নিউজ, স্পোর্টস ডেস্ক :: ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে অলিখিত লড়াইয়ে অনেক এগিয়ে থেকে জিতলেন মেসি। আর্জেন্টিনার এই তারকা ফরোয়ার্ডের চোখ-ধাঁধানো নৈপুণ্যে রিয়াল মাদ্রিদের মাঠে দুর্দান্ত জয়ে লা লিগার শীর্ষে উঠে শিরোপা লড়াই জমিয়ে তুলছে বার্সেলোনা।

সান্তিয়াগো বের্নাবেউয়ে রোববার রাতে রোমাঞ্চকর এক এল ক্লাসিকো ৩-২ গোলে জিতেছে বার্সেলোনা। প্রথমার্ধে কাসেমিরোর গোলে পিছিয়ে পড়ার পর সমতা ফেরাতে দেরি করেননি ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দুর্দান্ত খেলা মেসি। দ্বিতীয়ার্ধে ইভান রাকিতিচের দর্শনীয় গোলে অতিথিরা এগিয়ে যাওয়ার পর সমতা ফিরিয়েছিলেন হামেস রদ্রিগেস। যোগ করা সময়ে দুর্দান্ত শটে মূল্যবান ৩ পয়েন্ট এনে দেন মেসি। পৌঁছলেন বার্সেলোনার জার্সিতে ৫০০তম গোলের অনন্য মাইলফলকে।

বর্ষসেরা ফুটবলারের লড়াইয়ে প্রায় এক দশক ধরে মেসির প্রতিপক্ষ রোনালদো ছিলেন নিষ্প্রভ। তার সতীর্থ কেইলর নাভাস দুর্দান্ত কিছু সেভ না করলে বড় ব্যবধানে হারতে হতো স্বাগতিকদের।

লা লিগার শেষ দিকে এসে দুই দলের পয়েন্টই এখন ৭৫। তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে শীর্ষে উঠলো এক ম্যাচ বেশি খেলা বার্সেলোনা।

তবে শিরোপা-ভাগ্য এখনও নিজেদের হাতে জিনেদিন জিদানের দলের। নিজেদের বাকি পাঁচ ম্যাচ জিতলেই ২০১২ সালের পর আবার চ্যাম্পিয়ন হবে রিয়াল। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে এমন হারের হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়াতে বেশ বেগ পাওয়ার কথা মাদ্রিদের দলটির।

ম্যাচের শুরুতে বার্সেলোনাকে স্বাগতিকরা চেপে ধরার পর ষষ্ঠ মিনিটে ডি-বক্সের একটু বাইরে থেকে ক্রিস্তিয়ানো রোনালদোর শট ফেরাতে তেমন সমস্যা হয়নি গোলরক্ষক মার্ক আন্ড্রে টের-স্টেগেনের।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বলের দখলও ফিরে পায় বার্সেলোনা। একাদশ মিনিটে অতিথিদের প্রথম ভালো কোনো আক্রমণে ডি-বক্সের বাইরে থেকে লুইস সুয়ারেসের নীচু শট পোস্টের বাইরে দিয়ে যায়।

১৮তম মিনিটে পাল্টা আক্রমণে ডি-বক্সের ভেতর থেকে করিম বেনজেমার শট ঠেকান টের স্টেগেন। দুই মিনিট পর রোনালদোর শট বাঁয়ে ঝাঁপিয়ে এক হাতে ঠেকান জার্মান এই গোলরক্ষক।

২৮তম মিনিটে ম্যাচের প্রথম কর্নারে থেকেই গোল পায় স্বাগতিকরা। বল পুরোপুরি বিপদমুক্ত করতে পারেনি বার্সেলোনা। ডি-বক্সের বাইরে থেকে মার্সেলোর উঁচু করে বাড়ানো বলে রামোসের ভলি পোস্ট থেকে ফিরলে অপর পোস্টের পাশ দিয়ে তা ফাঁকা জালে পাঠান কাসেমিরো।

ম্যাচের ২০ মিনিটের দিকে মার্সেলোর কুনুইয়ের আঘাতে মুখ থেকে রক্ত বের হওয়ার পর ঠোটের নীচে টিস্যু পুরে প্রথমার্ধের বাকি সময়টা খেলা মেসির দুর্দান্ত পায়ের কাজে পাঁচ মিনিটের মধ্যেই সমতায় ফিরে বার্সেলোনা।

সের্হিও বুসকেতসের বাড়ানো বল থেকে রাকিতিচের পাস বাঁ পায়ে ধরে ডি-বক্সে ঢুকে ডান পায়ে কারভাহালের কাছ থেকে বল সরিয়ে আবার বাঁ পায়ে নাভাসের হাতের নীচ দিয়ে জালে জড়িয়ে দেন মেসি।

এরই সঙ্গে লা লিগায় হওয়া ক্লাসিকোতে ১৫টি গোল করে রিয়াল মাদ্রিদের কিংবদন্তি আলফ্রেদো দি স্তেফানোকে ছাড়িয়ে রেকর্ড একার করে নিলেন আর্জেন্টিনা অধিনায়ক।

৩৬তম মিনিটে মিডফিল্ডার লুকা মদ্রিচের দূরপাল্লার শট ঠেকিয়ে রিয়ালকে আবার এগিয়ে যেতে দেননি টের স্টেগেন।

৪৩তম মিনিটে ডান দিক থেকে সুয়ারেসের দারুণ ক্রসে জর্দি আলবার ভলি পোস্টের বাইরে দিয়ে যায়। বিরতির ঠিক আগে কর্নার থেকে নাভাস বলের ফ্লাইট বুঝতে ভুল করায় পোস্টের খুব কাছে বল পেয়েছিলেন মেসি, কিন্তু শট লক্ষ্যে রাখতে পারেননি।

প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধের শুরুতেই চেপে বসে রিয়াল। কারভাহালের ক্রস কর্নারের বিনিময়ে বিপদমুক্ত করেন পিকে। একটু পরেই স্বদেশি টনি ক্রুসের শট ডানে ঝাঁপিয়ে ঠেকাতে হয় টের স্টেগেনকে। তবে আবার ম্যাচে ফিরতে দেরি হয়নি লুইস এনরিকের দলের।

৫৩তম মিনিটে মার্সেলোর ক্রসে থেকে খুব কাছ থেকে বেনজেমার হেড দুর্দান্ত সেভ করেন টের স্টেগেন। তিন মিনিট পর রাকিতিচের ফ্লিকে ডি-বক্সে বল পেয়ে নাভাসকে ফাঁকি দিতে পারেননি নিষিদ্ধ নেইমারের বদলে খেলতে নামা পাকো আলকাসের। ৫৯তম মিনিটে কর্নার থেকে জেরার্দ পিকের জোরালো হেড গোললাইনে ঝাঁপিয়ে ঠেকিয়ে আবারও রিয়ালের ত্রাতা নাভাস।

৬৭তম মিনিটে ডানদিক থেকে বল নিয়ে এগিয়ে প্রথমার্ধেই ধুঁকতে থাকা বেলের বদলে খেলতে নামা আসেনসিওর বানিয়ে দিয়েছিলেন দারুণ এক সুযোগ। কিন্তু নীচু ক্রসে কাছ থেকে অবিশ্বাস্য ব্যর্থতায় ক্রসবারের উপর দিয়ে বল পাঠান রোনালদো।

পরের মিনিটে ইনিয়েস্তার বাড়ানো বলে কাছ থেকে উরুগুয়ের স্ট্রাইকার সুয়ারেসের জোরালো হাফভলি ফিরিয়ে আবারও রিয়ালকে বাঁচান নাভাস।

৭৩তম মিনিটে রাকিতিচের বাঁ পায়ের দুর্দান্ত শটে এগিয়ে যায় বার্সেলোনা। চার মিনিট পরই অহেতুক মেসিকে ফাউল করে অধিনায়ক রামোস লালকার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় রিয়াল।

৮০তম মিনিটে পিকের শট অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে রিয়ালকে ম্যাচে রাখেন নাভাস। তিন মিনিট পর কোস্টা রিকার এই গোলরক্ষক ঠেকান মেসির শট।

৮৬তম মিনিটে মার্সেলোর ক্রস থেকে বদলি হিসেবে নামা হামেস রদ্রিগেসের গোলে সমতা ফেরায় রিয়াল। কিন্তু মেসি জাদুর তখনও যে বাকি। দুই মিনিট যোগ করা সময়ের শেষ মিনিটে জর্দি আলবার ক্রসে ডি-বক্সের একটু ভেতর থেকে বাঁকানো শটে নাভাসকে শেষ পর্যন্ত ফাঁকি দিয়ে এনে দেন অবিশ্বাস্য এক জয়।

এবারের লা লিগার মেসির ৩১তম গোলটি বার্সেলোনার জার্সিতে তার সব মিলিয়ে ৫০০তম। গোলের পর রেফারির হলুদ কার্ডে ভ্রুক্ষেপ না দেখিয়ে গর্বের জার্সি খুলে স্তব্ধ গ্যালারির দিকে তুলে ধরেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার।

Sharing is caring!

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Error Problem Solved and footer edited { Trust Soft BD }
এই বিভাগের আরো খবর পড়ুন

সর্বশেষ সংবাদ

© All rights reserved © 2017-2021 www.unlimitednews24.com
Web Design By Best Web BD