আনলিমিটেড নিউজ ডেস্ক :: ভারতে ছত্তিশগড়ে একটি পুলিশ বহরে মাওবাদী গেরিলাদের হামলায় অন্তত ২৬ জন পুলিশ নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬ জন। ভারতীয় কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে জানানো হয়, ছত্তিশগড়ের প্রত্যন্ত সুকমা জেলার জঙ্গলে এ ঘটনা ঘটে। রুটিনমাফিক টহলের সময় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ বাহিনীর উপর হামলা চালায় মাওবাদী গেরিলারা। তারা রাস্তার নির্মাণকাজে নিরাপত্তার কাজে নিয়োজিত ছিল।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হানসরাজ আহির ওই স্থান পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন স্বরাষ্টম্রন্তী রাজানাথ সিং। আহত এক জওয়ান জানিয়েছেন, ‘মাওবাদীদের তিনশ লোক আমাদের ওপর গুলি চালায়। আমরাও তাদের লক্ষ্য করে গুলি চালাই। একজনকে আমি তিন থেকে চারটি গুলি করেছি।’
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইটে এই হামলাকে কাপুরোষোচিত উল্লেখ করে বলেছেন, হামলায় শহীদদের ত্যাগ বৃথা যাবেনা।
গত দুই মাসের মধ্যে দেশটির আধা সামরিক বাহিনীর সদস্যদের ওপর এই নিয়ে দু’বার বড় ধরনের হামলা চালালো মাওবাদী বিদ্রোহীরা। গত মার্চে সুকমায় একই ধরনের হামলায় অন্তত ১২ সিআরপিএফ জওয়ানের প্রাণহানি ঘটে।
সূত্র: রয়টার্স ও এনডিটিভি
Leave a Reply