আনলিমিটেড নিউজ :: ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ছাত্রলীগের কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। রোববার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
একই সঙ্গে জেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদককে কেন সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা ৪৮ ঘণ্টার মধ্যে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।রোববার মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক ব্রাক্ষণবাড়িয়া গেলে ১৪৪ ধারা ভঙ্গ করে ছাত্রলীগ নেতারা বিক্ষোভ এবং তাকে জুতা প্রদর্শন করেন। এ কারণে কেন্দ্রীয় ছাত্রলীগ এমন সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাছাড়া ছাত্রলীগ নেতাদের ছোড়া ইটের আঘাতে নবীনগর থানার ওসি মো. ইমতেয়াজ আহামেদের মাথা ফেটে যায়।
তবে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসাইন জানান, সংগঠনবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় ছাত্রলীগ এ সিদ্ধান্ত নিয়েছে। ছাত্রলীগের জেলা সভাপতি মাসুম বিল্লা এবং সাধারণ সম্পাদক মো. রাসেল মিয়াকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পাশাপাশি যুগ্ম সাধারণ সম্পাদক মো. মমিন মিয়াকে সংগঠন থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
Leave a Reply