আনলিমিটেড নিউজ :: আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলো ববি হাজ্জাজের নতুন রাজনৈতিক দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)।
সোমবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই দল ঘোষণা করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজ।
দেশে গণতন্ত্র নেই উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, ‘গণতন্ত্র ছাড়া উন্নয়নের গল্প বলে লাভ নেই। জবাদিহিতামূলক গণতন্ত্র ছাড়া উন্নয়ন সম্ভব নয়। আমাদের সিঙ্গাপুর ও চীনের গল্প শোনানো হয়। সেইসব দেশে গণতন্ত্র আছে, জবাবদিহিতা আছে। এজন্য সেইসব দেশ উন্নত।’
ববি হাজ্জাজ আরো বলেছেন, ‘দেশে আগে ৫ বছর পরপর নির্বাচন হতো। এখন সেই নির্বাচনও প্রশ্নবিদ্ধ। জবাবদিহিতামূলক গণতন্ত্রের আগে সঠিক নির্বাচন দিতে হবে। সঠিক নির্বাচন দিতে হলে সঠিক নির্বাচন কমিশন দরকার। নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের দরকার নেই। দরকার হলো নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন শক্তিশালী হলে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন এমনিতেই হবে।’
চারিদিকে লুটপাট চলছে এমন অভিযোগ করে এনডিএম চেয়ারম্যান বলেছেন, ‘এখন দেশের চারিদিকেই লুটপাট চলছে। বিগত ৭ বছরে ৩০ হাজার কোটি টাকা পাচার হয়েছে। কারা এই টাকা পাচার করেছে? এদের বিচারের আওতায় আনতে হবে।’
আত্মপ্রকাশ অনুষ্ঠানে ববি হাজ্জাজ এনডিএম’র ঘোষণাপত্র ও গঠনতন্ত্রও তুলে ধরেন।
এনডিএম’র ভাইস চেয়ারম্যান এনায়েত কবিরের সভাপতিত্বে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখেন-এনডিএম’র উচ্চ পরিষদ সদস্য ও ব্যান্ড দল মাইলসের জনপ্রিয় গায়ক শাফিন আহমেদ ও মহাসচিব অধ্যাপক আব্দুল্লাহ এম. তাহের। উপস্থিত ছিলেন-যুগ্ম মহাসচিব লাকী হোসেন, সাংগঠনিক সম্পাদক এম এ বাশার প্রমুখ।
Sharing is caring!
Leave a Reply