আনলিমিটেড নিউজ :: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ থেকে ৫০ কোটি টাকার কোকেন উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এবিপিএন) এর সদস্যরা। শনিবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই কোকেন উদ্ধার করা হয়।
ফেডেক্স কুরিয়ারের উগান্ডা দফতর থেকে দুবাই হয়ে কোকেনের এই চালানটি এসেছিল। যার পার্সেল নম্বর ৮০৪০৪৪৫২৬৮৮০। দেড় কেজি ওজনের কোকেনের এই চালানটি আটক করা হলেও এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের গোয়েন্দা শাখার অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম সিকদার বলেন, কোকেনের এই চালানটি বাংলাদেশে আসছে এ রকম তথ্য আমাদের কাছে আগে থেকেই ছিল। কিন্তু আমরা চালানটির সঠিক অবস্থান চিহ্নিত করতে পারছিলাম না বলে অভিযানের জন্য আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এবিপিএন) সহযোগিতা চাই। পরে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এবিপিএন) শনিবার কার্গো ভিলেজের ভেতর থেকে ফেডেক্স কুরিয়ারের ৬ কেজির একটি পার্সেল থেকে কোকেনের চালানটি উদ্ধার করে।
এ প্রসঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের রাসায়নিক পরীক্ষাগারের প্রধান দুলাল কৃষ্ণ সাহা বলেন, বাংলাদেশে ১ কেজি পিওর কোকেনের মূল্য কমপক্ষে ৩৫ কোটি টাকা। সে হিসেবে চালানটির মূল্য ৫০ কোটিরও বেশি। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি এটা পিওর কোকেন। তবে ল্যাবে পরীক্ষার পর এ বিষয়ে আমরা নিশ্চিত হতে পারব।
Leave a Reply