আনলিমিটেড নিউজ, বরিশাল :: চালকের বুদ্ধিমত্তায় যাত্রীবাহী গ্রীন লাইন-২ লঞ্চটি তীরে ভিড়তে সক্ষম হওয়ায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন দুই শতাধিক যাত্রী। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার লামছড়ি এলাকা সংলগ্ন কীর্তনখোলা নদীতে বালুবাহী একটি কার্গোর সঙ্গে ঢাকাগামী এমভি ‘গ্রীন লাইন-২’ এর সংঘর্ষ হয়ে। এ ঘটনায় কার্গোটি পানিতে ডুবে গেছে। একই সঙ্গে গ্রীন লাইন-২ লঞ্চের নিচের অংশও পানিতে তলিয়ে গেছে।
গ্রীন লাইনের যাত্রী রিয়াজুল ইসলাম রিয়াজ জানান, কার্গোটি ঢাকা থেকে বরিশালের দিকে আসতে ছিলো। অপরদিকে বরিশাল থেকে বিকেল ৩টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় গ্রীন লাইন-২। লামছড়ি ভাঙ্গকবলিত এলাকা অতিক্রমকালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কার্গোটি ডুবে যায়। গ্রীন লাইনের তলা ফেটে গেলে যাত্রীরা ভয়ে চিৎকার শুরু করেন। এক পর্যায় তাদেরকে লামছড়ি এলাকায় নামিয়ে দেয়া হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে কাউনিয়া থানার ওসি সলিম রেজা জানান, একটি বালু বোঝাই জাহাজের সঙ্গে গ্রীন লাইনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে জাহাজটি ডুবে গেলেও গ্রীন লাইনে থাকা যাত্রীরা অক্ষত রয়েছেন। কোন হতাহতের ঘটনা ঘটেনি। গ্রীন লাইনের সব যাত্রীদের নমিয়ে দেয়া হয়েছে। পাশাপাশি গ্রীন লাইনের তলানি ক্ষতিগ্রস্থ হয়েছে।
Leave a Reply