এ বিষয়ে বিজনোর শহরের পুলিশ প্রধান অজয় সাহানি বলেন, পুলিশ ও অন্য নিরাপত্তা সংস্থা বিজনোর ও প্রতিবেশী এলাকাগুলোর ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ওপর সতর্কতার সঙ্গে নজরদারি চালিয়ে যাবে। সমাজের দায়িত্ববান ব্যক্তিদের নিয়ে এ প্রতিষ্ঠানগুলোতে মাঝে মাঝে পরিদর্শন চালানো হবে। এছাড়া তরুণরা যাতে সন্ত্রাসী কার্যকলাপে জড়িয়ে না পড়ে সেজন্য তাঁদের সঠিক পথ দেখানো হবে।
গত বৃহস্পতিবার ভারতের ছয়টি রাজ্যে চালানো এক অভিযানে গ্রেপ্তার করা হয় চার তরুণকে। এ ছাড়া আরো আটজনকে আটক করা হয়। তাঁদের মধ্যে ছয়জনকে জিজ্ঞাসাবাদ করে উত্তর প্রদেশের সন্ত্রাস দমনকারী দল (এটিএস)।
সাহানি বলেন, এটিএস যাদের আটক করেছিল তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। তাঁদের বাবা-মাদের নদীয়া জেলায় ডাকা হয়। পরে তাঁদের সাবধান করে সন্তানদের ফিরিয়ে দেওয়া হয়। আটক ওই তরুণরা বিভিন্ন সন্ত্রাসী দলের সঙ্গে সম্পৃক্ত ছিল।
Leave a Reply