আনলিমিটেড নিউজ :: বিএনপিকে বাদ দিয়ে দেশে নির্বাচন করা সহজ নয় বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচনের পরিবেশ তৈরি হলেই বিএনপি নির্বাচনে যাবে। না হলে নির্বাচন সম্ভব নয়। গতবার একতরফা নির্বাচন করতে পারলেও এবার বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন সহজ হবে না।
শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, নির্বাচনকালীন সরকারের রূপরেখা নিয়ে বিএনপি কাজ করছে। যথা সময়ে তা তুলে ধরা হবে। নির্বাচনকালীন সরকার হতে হবে দল নিরপেক্ষ।
বিএনপির নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, বিএনপি নির্বাচনে তখনই যাবে যখন সরকার নির্বাচনের পরিবেশ তৈরি করবে। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা-হামলা বন্ধ করতে হবে। সব নেতাকর্মীকে মুক্তি দিতে হবে। একইসঙ্গে নির্বাচনকালীন সহায়ক সরকার, নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হতে হবে।
সরকারের ভারত সফরের কথা উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ভারতে গিয়ে এ সরকার দিয়ে এসেছে কিছু আনতে পারেনি। আমাদের ন্যায্য অধিকার তিস্তার পানিসহ অভিন্ন ৫৪টি নদীর পানির চুক্তি ভারতের সঙ্গে করতে পারেনি। কারণ এ সরকারের জনগণের কোনো ভিত্তি নেই। ভারতকে খুশি করতেই রামপাল বিদ্যুৎকেন্দ্র তৈরি করছে সরকার। জনগণের প্রতি দায়বদ্ধতা নেই বলেই এমন সিদ্ধান্ত নিতে পেরেছেন তারা।
Leave a Reply