আনলিমিটেড নিউজ :: মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন সংগীতশিল্পী-মুক্তিযোদ্ধা লাকী আখন্দ। শনিবার বেলা পৌনে তিনটার দিকে তৃতীয় জানাজা শেষে শিল্পীর দাফন সম্পন্ন হয়।
এর আগে সকাল ১০টায় পুরান ঢাকার আরমানিটোলায় লাকী আখন্দের প্রথম জানাজা শেষে বেলা ১১টার দিকে মরদেহ আনা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে সেখানে রাষ্ট্রীয় সম্মাননা ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন করেন। তারা হৃদয়ের সশ্রদ্ধ ভালোবাসা জানান প্রিয় শিল্পীকে।
লাকী আখন্দের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সোমবার বাদ জোহর আরমানিটোলার বাসায় মরহুমের কুলখানি অনুষ্ঠিত হবে।
ফুসফুসের ক্যানসারে আক্রান্ত এই শিল্পীর চিকিৎসা দীর্ঘদিন ধরে চলছিল। সম্প্রতি হাসপাতাল থেকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় পুরান ঢাকার বাসায়। শুক্রবার, ২১ এপ্রিল এই কিংবদন্তি না ফেরার দেশে চলে যান। তার বয়স হয়েছিল ৬১ বছর।
Leave a Reply